শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৬ পিএম, ২০২০-০৮-২৪
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব খোরশেদ আলম সুজন নগরবাসীর নাগরিকসেবা বাস্তবায়নের জন্য ক্যারাভান কার্যক্রম শুরু করেছেন। প্রশাসক আজ (২৪ আগস্ট) দুপুরে নগরীর বহদ্দারহাটে আরাকান সড়কে তাঁর ঘোষিত নগরসেবায় ক্যারাভান কর্মসূচীর আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রথম দিনে চসিকের কর্মকর্তাদের নিয়ে উপস্থিত হন। এসময় তিনি পথচারীদের সাথে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যা জানতে চান।
এসময় সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন সাইফু, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রশাসক জানান, জনদূর্ভোগের যে কারণগুলো স্পষ্ট হয়ে উঠেছে তা চিহ্নিত করে সুরাহা করাটা তার দায়িত্ব। সুরাহা করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলোর সম্মুখিন হয়েছেন তা অবশ্যই অতিক্রম করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসক আরো জানিয়েছেন যে, তার এই উদ্দেশ্য পূরণে চসিকের সকল বিভাগের কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনানুযায়ী অর্পিত দায়িত্ব পালনে কেউ ব্যর্থ হলে তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলে জানান তিনি।
জনাব সুজন নগরসেবায় ক্যারাভান কার্যবিধি সম্পর্কে বলেন, চট্টগ্রাম নগরীর সড়ক ও জনপথ, ড্রেইন, ফুটপাতে যে সমস্যা বিরাজমান তা মিটিং কিংবা কমিটি গঠন করে সময়ক্ষেপন না করে সরেজমিনে মাঠে থেকে তা স্পটে সমাধান করছেন। এছাড়াও ক্যারাভান কার্যক্রমের অধিনে চলতি পথে ক্ষতিগ্রস্থ সড়ক, নষ্ট সড়কবাতি, পরিচ্ছন্ন কার্যক্রমসহ যে সকল সমস্যার কারণে নাগরিক দূর্ভোগ সৃষ্টি হয় তা তাৎক্ষণিকভাবে সমাধান করেছেন।
এসময় প্রশাসক পথচারীদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক তুলে দিয়ে বলেন, আজ ক্যারাভান কার্যক্রমের প্রথম দিন। পরবর্তীতে সপ্তাহে অন্তত একদিন এই প্রোগ্রাম নিয়ে নগরীর অন্যান্য প্রধান সড়কগুলোতে যাবেন। প্রধান সড়কে সম্পন্ন হলে নগরের অলিগলিতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। মূলত এই কর্মসূচির মাধ্যমে তাৎক্ষণিকভাবে নাগরিক সমস্যার সমাধান ও জনসম্পৃক্ততার চেষ্টা করা হচ্ছে। প্রশাসক শুনছেন তাদের অভিযোগ ও পরামর্শ। এসময় সাধারণ মানুষের সাথে পথসভা করেন প্রশাসক। তিনি তাদের অভাব-অভিযোগগুলো শুনে তা সমাধানের দিক নির্দেশনা দেন। সে নির্দেশনা পেয়ে এলাকাবাসী সন্তুষ্টি চিত্তে অভিবাাদন জানান।
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের জানাজা অনুষ্ঠ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিটি নির্বাচনের আগে নগরের ৫ থানার ওসি রদবদলের বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিএনপির মেয়র প্রার্থী ড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের ৭ দিন আগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালিকার বিজ্ঞাপনে নাম না দেখে সংক্ষুব্ধ হয়েছেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর ঘাট কর্ণফুলী নদীর চর ঘেঁষে প্রতিদিন কাটা হচ্ছে ছোট-বড় জাহাজ ও ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়া পাড়া, খাজা রোড এলাকায় গণসংযোগ করেছেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited