শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৬ পিএম, ২০২০-১২-১৭
চট্টগ্রামে বার্ন ইউনিট নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সচিব সাংবাদিকদের বলেন, সরকার সবসময় চিন্তা করছে পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজের সঙ্গে বার্ন ইউনিটটি নির্মাণ করতে।
কারণ বার্ন হাসপাতাল যদি দূরে করা হয়, তাহলে নতুন করে ডাক্তার পাওয়া কষ্টসাধ্য হবে। এছাড়া ছাত্র-ছাত্রীরাও কিছু শিখতে পারবে না। এজন্য আমরা সব সময়ই অগ্রাধিকার দিয়েছি, চমেক হাসপাতালের পাশেই বার্ন ইউনিট করার।
তিনি আরও বলেন, আমরা আজ সরেজমিন পরিদর্শন করে জায়গা নির্ধারণ করেছি। এই প্রকল্পে যারা বিনিয়োগ করবেন তাদের বিষয়টি জানানো হবে।
ক্যান্সার হাসপাতালের জায়গা নির্ধারণের বিষয়ে জানতে চাইলে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
পরে শেখ হাসিনা বার্ন ইউনিটের পরিচালক ডা. সামন্ত লাল সেন বলেন, চট্টগ্রামে বার্ন ইউনিট করতে গত ২০ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। আজ সরেজমিনে এসে জায়গা পছন্দ করে গেলাম। বিষয়টি চীন সরকারকে অবহিত করা হবে। তারা সরেজমিন এসেও জায়গা দেখে যাবেন। চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই বার্ন ইউনিটের কার্যক্রম শুরু করা যায়।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চমেক হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দীন মাহমুদ।
নিজস্ব প্রতিবেদক : চকবাজার শেঠ প্রপার্টিজের সামনে কালভার্ট নির্মাণের কাজ করার সময় স্কেভেটরের আঘাতে ফেটে গেছে ওয়াসা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কাপ্তাই হ্রদের ওপারে নির্যাতন করে জিম্মিদশায় রেখে জোরপূর্বক মাছ ধরানোর অভিযোগ করায় সা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, বর্তমান সম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কাস্টম হাউসের ভেতরে দায়িত্বরত আনসার সদস্যরা প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশায় বিদেশি মদসহ দুইজনকে ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন উপল...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে পোমরা সঙ্গীত পরিষদের আয়োজনে রবিবার (২...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited