শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৩ পিএম, ২০২০-১১-১৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বিদেশী তহবিলে পরিচালিত প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রক্ষার আহ্বান জানিয়েছেন।
তিনি সোমবার টাইগারপাসস্থ বাটালী হিলের কর্পোরেশনের কনফারেন্স রুমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্পের সেটেলমেন্ট ইমপ্রুভমেন্ট ফান্ড বাস্তবায়নের প্রক্রিয়া অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।
কর্মশালায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ সারোয়ার হোসেন খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে টাউন ম্যানেজার ৫টি কসপোন্যান্টে প্রকল্প বাস্তবায়িত হবে জানিয়ে বলেন, দরিদ্র মানুষদের সংগঠিত করা এ প্রকল্পের উদ্দেশ্য। তাদের জীবনমানের উন্নয়নে ব্যবসায় ও শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য এ প্রয়াস। তবে শহরের দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নের ক্ষেত্র কম। এরপরও ই প্রকল্পের মাধ্যমে ৪০ লাখ মানুষের জীবনমানের উন্নয়নে কাজ চলবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক এলআইইউপিসি প্রকল্পের কার্যক্রম কিভাবে বাস্তবায়িত হবে সেই ধাপগুলোর সচিত্র প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেন। তিনি তাদের প্রতিবেদনে স্বচ্ছতা ও আইন মানার দৃষ্টান্তকে শিক্ষা হিসেবে গ্রহণ করা যায় বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের এখানে যেকোন প্রকল্প বা ঋণের টাকা নয়-ছয় করার সংস্কৃতি চালু আছে। এ প্রকল্পের মাধ্যমে কর্পোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউকেএইড, ফরেন কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস (এফসিডিইউ) এর অধীনে এ প্রকল্প বাস্তবায়িত হবে।
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়া...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ৩৭টি প্রতিশ্রুতি দিয়ে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক ছাত্রলীগের মিছিলে নেতাকর্মীদের ওপর কাজির দেউড়ি এলাকায় হামলার অভিযোগে বিএ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক আগামি ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় স...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : নিজস্ব প্রতিবেদক করোনামুক্ত হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। গত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited