শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৩:৩৯ পিএম, ২০২০-১১-০৪
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন একটি জনগুরুত্বপুর্ণ জনপথ। এ ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ৯নং ওয়ার্ড পানত্রিশা অইন্যবর কাটা সড়ক গুরুত্বপূর্ণ সড়ক।এই সড়কটিতে মাটির গর্তের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা অইন্যবর কাটা সড়ক দিয়ে হাজার হাজার মানুষের চলাচল রয়েছে। সড়কটির পার্শ্বে অবস্থিত উত্তর পানত্রিশা ছামিরকুল পাড়া,জয়নগর পাড়াসহ আরো কয়েকটি পাড়ার মানুষের বসবাস। এসব পাড়ার অধিকাংশ মানুষ কৃষিকাজ ও পানের বরজের কাজ করে সংসার চালায়। এলাকার মানুষ পাহাড়ে, খামারে কিংবা ক্ষেতে যাওয়ার সময় সড়কটি দিয়ে যাতায়াত করতে রীতিমত হিমশিম খেতে হয়। ভারী বর্ষণে সড়কের বিভিন্ন স্হানে কাদায় পরিণত হয়ে যায়। সড়কটি দিয়ে সিএনজি, অটোরিকশা নিয়ে যাতায়াতের অতি কষ্টের সীমা নেই বললেই চলে। মাটির সড়কটি যদি ব্রিক সলিং করা হয় তাহলে এলাকাবাসীর দুর্দশা কমে যাবে এমন প্রত্যাশা অনেকের। ছামিরকুল পাড়ার বাসিন্দা কৃষক রফিক জানান,আমি একজন কৃষক। আমরা সড়কটি দিয়ে যাতায়াত করতে বর্ষার সময়ে অনেক বেশি কষ্ট হয়। আমরা এলাকার জনগণের চলাচলের স্বার্থে মাটির সড়কটি যদি ব্রিক সলিং ব্যবস্হা গ্রহণ করা গেলে আমরা অনেক বেশী উপকৃত হবো। রিক্সা চালক মিজানুর রহমান জানান, আমরা রিক্সা চালিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে সংসার চালায়। কিন্তু ভারী বর্ষণে সড়কটি দিয়ে রিক্সা নিয়ে বের হলে সড়কের গর্তে পড়ে গেলে অতি কষ্টে চলাচল করতে হয়। গর্তের কারণে যাত্রীদের নেমে দিতে হয়। তিনি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে মাটির সড়কটি অচিরেই ব্রিক সলিং করতে হস্তক্ষেপ কামনা করেন।
এলাকার বাসিন্দা দিলু আরা বেগম জানান,আমরা প্রতিনিয়ত সড়কটি দিয়ে যাতায়াত করতে কষ্ট হয়। আমাদের এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর, কৃষক। সড়কটি কাদামাটির গর্তের কারণে অনেক আগে রিক্সা কিংবা সিএনজি থেকে নেমে পায়ে হেটে চলাচল করতে হয়।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম প্রকাশ জানু মেম্বার জানান,চুনতি পানত্রিশা ৯নং ওয়ার্ডের অইন্য কাটা সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দিয়ে শত শত মানুষের চলাচল রয়েছে। সিএনজি, রিক্সা দিয়ে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হতে হয়। সাধারণ মানুষের চলাচলের স্বার্থে মাটির সড়কটি যদি ব্রিক সলিং দ্বারা সংস্কার করতে তিনি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। চুনতি ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন জনু কোম্পানী জানান, চুনতি পানত্রিশা এলাকায় অইন্যবর কাটা মাটির সড়কটি সাধারণ মানুষের চলাচলের স্বার্থে দ্রুত ব্রিক সলিং বাস্তবায়নের জন্য সংশি¬ষ্ট দপ্তরে অবহিত করা হবে।
স্থানীয় এলাকাবাসীরা সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে অইন্য বর কাটা মাটির সড়কটি দ্রুত সংস্কারের জন্য জোর দাবী জানান।
নিজস্ব প্রতিবেদক : ৫৮ বছর বয়সী ফটিকছড়ির দিনমজুর মো. নুর নবী। জমি-ভিটে কিছু না থাকায় স্ত্রী আনোয়ারা বেগম আর সন্তানদের ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীদের সামনে অশালীন আচরণ করায় সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধক...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজার জেলার নবম থানা হিসাবে ‘ঈদগাঁও থানা’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : আসন্ন পৌরসভা নির্বাচনে এল ডি পির মনোনীত মেয়র প্রার্থী এম আইনুল কবিরের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি ইট ভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম...বিস্তারিত
লোহাগাড়া প্রতিনিধি : : লোহাগাড়া প্রতিনিধি :: সাতকানিয়া-লোহাগাড়ার তালিকাভুক্ত দুঃস্থ-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited