শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৩:৪১ পিএম, ২০২০-১০-২৫
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের অন্তর্গত বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নগরের জেএম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ শুভেচ্ছা আপনাদের পোঁছে দিতে এসেছি।
প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে নির্দেশনা দিয়েছেন যেনো সনাতন সম্প্রদায় নিরাপদে এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে।
তিনি বলেন, সকল ধর্মাবলম্বীর জন্য যথাযথ মর্যাদা ও স্বাধীনতা নিয়ে দেশে উৎসব উদযাপনের সহনীয় পরিবেশ সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সমর্থ হয়েছে। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আমাদের উৎসবগুলোতে সবাই আমরা এক হয়ে উদযাপন করি। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি।
তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আপনারা যখন পূজা করেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করবেন তিনি যেন সুস্থ থাকেন, তিনি সুস্থ থাকলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকবে।
শিক্ষা উপ-মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জন্যও প্রার্থনা করবেন যাতে দেশের সকল মানুষ সুখে-শান্তিতে থাকতে পারে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে পারে। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই যেন মঙ্গল হয়, উন্নত জীবন হয়, দারিদ্রের হাত থেকে সকলেই যেন মুক্তি পেয়ে উন্নত-সমৃদ্ধ জীবন যাপন করতে পারে। আমাদের দেশ নিয়ে বিশ্বে আজকে আমরা যে গর্ব করে যাচ্ছি সে গর্ব যেন করে যেতে পারি।
দর্শনার্থীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে যাওয়ার জন্য শিক্ষা উপ-মন্ত্রী অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রানা বিশ্বাস, সুমন দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, সম্পাদক মণ্ডলীর সদস্য রুমকি সেন, সুকান্ত মহাজন টুটুল।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (২৮ ফেব্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সস্ত্রীক করোনার টিকা গ্রহণ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রামের তিন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সমন্বয়ের অভাবে চট্টগ্রামে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং হাজার বছরের শ্রেষ্ট বাঙালি ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ দূষণের অভিযোগ এনে আইনজীবী কর্তৃক রিট দায়েরের প্রেক্ষিতে হাইকোর্ট ১৪ মার্চ পর্যন্ত চট্টগ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited