শিরোনাম
মুহাম্মদ রুশনী মোবারক, পটিয়া : | ০৪:০৪ পিএম, ২০২০-০৯-২০
মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিগত সাড়ে ১২ বছরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়নের নব দিগন্তের দ্বার উম্মোচিত হয়েছে। এর ধারাবাহিকতায় পটিয়ায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়। যা স্বাধীনতার পরে পটিয়ায় যে কোন সরকারের চেয়ে সর্বোচ্চ উন্নয়নের রের্কড। তিনি আরো বলেন, পটিয়ায় যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, তথ্য প্রযুক্তি, বেকারদের কর্মসংস্থান, শিল্পায়ন, বছরের শুরুতে বিনামূল্য বই প্রদান, শিক্ষা উপবৃত্তি প্রদান সহ সব খাতের মধ্যে শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার অধিক আন্তরিক ও নিবেদিত প্রাণ। তিনি আরো বলেন, এ সময় কালে পটিয়ার প্রত্যেকটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় একাধিক ভবন নির্মাণ সহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। তিনি অবকাঠামোগত উন্নয়নের সুফল নিশ্চিত করতে হলে প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষা জীবনের প্রধান এবং মূলভিত্তি। আগামীতে আজকের শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কর্নধার হয়ে নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সু-নাগরিক হিসেবে শিক্ষিত হিসেবে গড়ে তোলা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সকলকে শিক্ষার মান উন্নয়নে কাজ করার আহবান জানান।
তিনি পটিয়ার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন ও শহীদ মিনার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, হুইপের একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ইনামুল হাসান, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, উপজেলা আ’লীগের সি: সহ সভাপতি আবদুল খালেক, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, উপজেলা আ’লীগ নেতা শহীদুল ইসলাম চৌধুরী শামীম, ঋষি বিশ্বাস, উপজেলা আ’লীগ সদস্য আবু তৈয়ব, কচুয়াই ইউনিয়ন আ’লীগের সভাপতি মুছা খান, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির অন্যতম সদস্য এনাম মজুমদার, কচুয়াই ইউনিয়ন আ’লীগের সহ সাধারণ সম্পাদক মো: রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল নবী, আবদুল মাজেদ টিটু, কচুয়াই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, যুবলীগ নেতা শাকিল ফারুকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পদক রবিউল চৌধুরী, কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন মজুমদার, আওয়ামী লীগ নেতা ফেরদৌস খান,খাদ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মঞ্জু খাঁন, হেলাল মজুমদার, জামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা আগুন চৌধুরী, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবিন মজুমদার, আসিফ হাসান, সাইফুল ইসলাম ও মো: বাদশা প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে মাননীয় হুইপ সামশুল হক চৌধুরী নব নির্মিত একাডেমিক ভবন ও শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন।
সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুর ১ টার দিকে চট্টগ্রা...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশ উপজেলার ১ নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুজিবুর রহমা...বিস্তারিত
লোহাগাড়া প্রতিনিধি : : বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন বলেছেন, মাননীয় প্রধানম...বিস্তারিত
মিরসরাই প্রতিনিধি : : মুজিব বর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ম্যারাথন দৌড়’ নামে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা (শ...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের খলিফা পাড়া মরহুম রাজা মিয়া চৌধুরীর ৪র্থ পুত্র বিশিষ্ট ব্যব...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited