শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:৩১ পিএম, ২০২০-০৮-২৯
নগরে মা ও ছেলে হত্যার ছয় দিন পার হলেও সন্দেহভাজন আসামি ফারুককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মামলার বাদী নিহত গুলনাহার বেগমের কিশোরী মেয়ে ময়ূরী। তবে পুলিশের দাবি, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ২৪ আগস্ট রাতে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার রমজান আলী সেরেস্তাদার বাড়ির গোলাম মহিউদ্দিন বাবুলের দুই কক্ষের একটি ভাড়া বাসা থেকে ৩৫ বছর বয়সী গুলনাহার বেগম এবং তার ছেলে আট বছর বয়সী রিফাতের লাশ উদ্ধার করে পুলিশ। নগরের বহদ্দারহাট কসাইপাড়ার বাসিন্দা মো. সিরাজের ছেলে ফারুক গুলনাহার বেগমের বাসায় ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন।
এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ‘আসামিকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তদন্ত কার্যক্রমও অব্যাহত আছে। আশা করছি, শিগগির কোনো খবর দিতে পারব।
রিফাত ও ময়ূরীকে নিয়ে পাঠানিয়াগোদার ওই বাসায় থাকতেন গুলনাহার বেগম। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ফারুককে নিজের ভাই পরিচয় দিয়ে বাসাটি গত ফেব্রুয়ারি মাসে ভাড়া নেন তিনি। ১৪ বছর বয়সী ময়ূরী পোশাক কারখানায় চাকরি করে। সেও বাসায় নাস্তা তৈরি করত, যা দোকানে সরবরাহ করতেন ফারুক। ২৪ আগস্ট রাতে কর্মস্থল থেকে ফিরে বাসার বাথরুম এবং বেসিনে মা ও ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখে ময়ূরী। পরদিন পলাতক ফারুকের নাম উল্লেখ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা করে সে।
ময়ূরী বলে, ‘পুলিশ তো ফারুককে ধরছে না। আমার তো আর কেউ নেই। তাকে ধরে ফাঁসি দেওয়া হোক।’
সে আরো বলে, ‘পাঁচ বছর ধরে আমাদের সঙ্গে থাকত ফারুক। টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে ফারুকের বিভিন্ন সময় ঝগড়া হতো। এ সময় ফারুক বলত আমাদের খুন করবে।
গুলনাহারের ছোট বোন বিলাপ করতে করতে বলে, ‘পুলিশ শুধু আমাদের থানায় যেতে বলে। কিন্তু খুনিকে ধরার কোনো নাম নেই। ‘
নগর পুলিশের উত্তর বিভাগের এক কর্মকর্তা বলেন, মা ও ছেলে হত্যাকাণ্ডে ফারুককেই খুনি হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে চেষ্টার কোনো ত্রুটি নেই। তবে শিগগির তাকে গ্রেফতারে আশাবাদী এই পুলিশ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর নামক এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ কো...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম জেলা ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী নদী পারাপারের সময় যাত্রীবাহী একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এসময় কয়েকজন যাত্রী নদীতে ল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশি বিদেশি ওষুধের ডিপো খ্যাত কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে (লেইন) ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ৬০ টাকায় প্রতি লিটার গরুর দুধ। ১০টি গাড়িতে বিক্রি হচ্ছে নগরে। তুলনামূলক কম দামে ভালো মানের দুধ। ল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের জন্য আলাদা করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited