শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০২:১৮ পিএম, ২০২০-০৮-২৪
উত্তাল বঙ্গোপসাগরে ধাওয়া করে জব্দ করা ট্রলার থেকে ১৩ লাখ ইয়াবার চালান ধরেছে র্যাব-১৫। এ সময় পাচারকারী হিসেবে ২ জনকে আটক করেছে র্যাব।
ধাওয়া খেয়ে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট এলাকায় চলে আসা ট্রলারটি রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জব্দ করা হয়। ওই ট্রলার থেকেই চলমান সময়ের সবচেয়ে বড় ইয়াবা চালানটি আটক করতে সক্ষম হয় র্যাব।
আটকরা হলেন, কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মো. বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর এইচ ১৬ ব্লকের বশির আহমদের ছেলে মো. আয়াছ (৩৪)।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
তিনি জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান মাছ ধরার ট্রলারে বাংলাদেশে ঢুকছে এমন খবর পায় র্যাব। বৈরী আবহাওয়ায় পাচারের সবিধাজনক পথ হিসেবে গভীর সাগরকে বেছে নেয় তারা। ট্রলারটি চিহ্নিত করে পেছনে ধাওয়া করে র্যাব-১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল। ধাওয়া খেয়ে বোটটি গভীর সাগর থেকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই বোটটি জব্দ করে র্যাব সদস্যরা। বোটে থাকা দুইজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুসারে বোটে লুকিয়ে রাখা ইয়াবার এই বিশাল চালানটি উদ্ধার করা হয়। পরে গুনে দেখা যায় ওই পোটলায় ১৩ লাখ ইয়াবা রয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চালানটি আটক করার পর আটক দু’জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এই বিশাল ইয়াবা চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছিল। তাদের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে।
তিনি আরও জানান, চলতি মাসে র্যাব-১৫ এ পর্যন্ত ১৫ লাখ ইয়াবা জব্দ করেছে। তাদের এ অভিযানে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন তিনি।
খাগড়াছড়ি প্রতিনিধি : : প্রভাবশালী পরিবারের ছেলে ভালোবেসে বিয়ে করেলেও পরিবারের কূটচালে স্ত্রীর অধিকার বঞ্চিত করায় অভিম...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের সিজোকছড়া এলাকায় পর্যটবাহী (ঢাকামেট্রো-চ-১৫৭০০২) একটি মাই...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর পুড়ে...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ প্রকল্প ও তথ্য অধিকার আইন বিষয়ে অংশীজন ও সাংবাদিকদের সাথে ম...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : সারাবছর ফুল চাষ আর হরদম বেচাকেনা বেড়ে যাওয়ার কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফুলের গ্রাম খ্যাত ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited