শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৩:৪৬ পিএম, ২০২০-১২-২৬
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপি মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বুলবুল আহম্মদ বলেন, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই মক ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ১৭টি কেন্দ্রে এ কার্যক্রম চলছে। সকাল থেকেই আগ্রহীরা অংশগ্রহণ করছেন। আশা করছি নির্বাচনের দিন কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন, মেয়র বদিউল আলম নৌকা প্রতীক নিয়ে এবং আবুল মনছুর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় এবং ১০ ডিসেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এদিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চসিক নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে মজুদ রাখা ১১ হাজার ৫৭২টি ইভিএম পরীক্ষা করে দেখছেন ঢাকা থেকে আসা ২২ সদস্যের টেকনিক্যাল দলের সদস্যরা। এ পর্যন্ত প্রায় ৭ হাজার ইভিএম পরীক্ষা করে দেখেছেন তারা। ইভিএমগুলোতে চার্জ দিয়ে ভোট গ্রহণের উপযোগী করে তোলা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনেও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের জন্য চট্টগ্রামের টি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকালে দাফন-কাফন ও সৎকারে শেষ ভরসা হয়ে উঠেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সন্ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৬ জন। সোমবার (১৯ এপ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চকবাজার থানাধীন ‘জয়নগর আবাসিক এলাকাকে’ রেড জোন ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited