শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৫ পিএম, ২০২০-১১-২৪
সাকুরা স্টীল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৫৩৬ টন স্ক্র্যাপের নামে ১১৫ টন কনক্রিট ব্লক এনেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে এ পণ্যের ২০টি কনটেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বেসরকারি অফডক প্রতিষ্ঠান সিসিটিসিএল ডিপো থেকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম।
তিনি বলেন, ‘কুমিল্লার ময়নামতি বাজার এলাকার সিন্দুরিয়া পাড়ার ঠিকানা ব্যবহার করে সাকুরা স্টীল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান স্ক্র্যাপ আনার ঘোষণা দিয়ে কনক্রিট ব্লক এনেছে। ৫৩৬ টন স্ক্র্যাপ আনার ঘোষণায় তারা রুপালী ব্যাংক লিমিটেড’র দিলকুশা শাখায় একটি ঋণপত্র খোলেন। ঋণপত্রে পণ্যের মূল্য ধরা হয় ১ লাখ ৭১ হাজার ৫৭৪ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা।’
তিনি আরো বলেন, ‘দুবাইয়ের ‘জাবেল আলি’ বন্দর থেকে ‘এমভি স্মাইলি লেডি’ জাহাজে করে আয়রণ শিল্পের কাঁচামাল হিসেবে স্ক্র্যাপ ঘোষণায় ২০টি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আসে। শিল্পের কাঁচামাল হওয়ায় তড়িৎ খালাসের লক্ষ্যে কন্টেইনারগুলো বেসরকারি অফডক প্রতিষ্ঠান সিসিটিসিএল ডিপোতে পাঠানো হয়। পণ্য খালাসের জন্য আমদানিকারক দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ টিম (এআইআর) কন্টেইনারগুলো পরীক্ষার উদ্যোগ নেয়।’
‘কায়িক (ফিজিক্যাল) পরীক্ষায় আমরা কন্টেইনার খুলে ৫৩৬ টন স্ক্র্যাপের পরিবর্তে বাণিজ্যিকভাবে স্বল্প মূল্যের ১১৫ টন কনক্রিট ব্লক পাই। এক্ষেত্রে ১ কোটি ৪৫ লাখ টাকা পাচারের প্রচেষ্টা ছিল কিনা অথবা রপ্তানিকারক এ দেশীয় প্রতিষ্ঠানের সাথে প্রতারণা করেছেন কিনা তা অনুসন্ধান করবে চট্টগ্রাম কাস্টম হাউসের এন্টি মানিলন্ডারিং ইউনিট।’- যোগ করেন রেজাউল করিম।
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর নামক এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ কো...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম জেলা ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী নদী পারাপারের সময় যাত্রীবাহী একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এসময় কয়েকজন যাত্রী নদীতে ল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশি বিদেশি ওষুধের ডিপো খ্যাত কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে (লেইন) ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ৬০ টাকায় প্রতি লিটার গরুর দুধ। ১০টি গাড়িতে বিক্রি হচ্ছে নগরে। তুলনামূলক কম দামে ভালো মানের দুধ। ল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের জন্য আলাদা করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited