শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪৯ এএম, ২০২০-১১-২২
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে আইসিইউ সেবার অভাবে অনেককেই জীবন দিতে হয়েছে। শুরুতে বেসরকারি হাসপাতালগুলোর আইসিইউ শয্যা ব্যবহারের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। চট্টগ্রামের ৬০ লাখ মানুষের শেষ ভরসা ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১০টি আইসিইউ শয্যা।
পরিস্থিতির অবনতির পর টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। এগিয়ে আসেন অনেক বিত্তশালী সমাজপতিও। একে একে চট্টগ্রামের চিকিৎসা খাতে যুক্ত হতে থাকে হাই ফ্লো ন্যাজল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্লান্ট। এর সর্বশেষ সংযোজন হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হলো আরও আটটি আইসিইউ শয্যা।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংকট ছিল। করোনার প্রথম ওয়েভে আইসিইউ শয্যার অভাবে অনেক রোগীকেই আমরা চিকিৎসা দিতে পারিনি। এজন্য মুমূর্ষু রোগীদের অনেকসময় অন্য হাসপাতালে স্থানান্তর করতে হতো। নতুন ৮টি আইসিইউ শয্যা যুক্ত হওয়ায় এই সংকট থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো।
এদিকে হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের তৎক্ষণাৎ চিকিৎসা সেবা দিতে এবং বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ কমাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ওয়ান স্টপ সেন্টারে রাতদিন ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেওয়া হবে। এ লক্ষ্যে সেখানে মেডিকেল অফিসারের পাশাপাশি নিয়োজিত থাকবেন একজন সিনিয়র কনসালটেন্ট।
এছাড়া এ সেন্টারে প্যাথলজি, এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, পালস অক্সিমিটার এবং রক্তের জরুরি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন এই সার্ভিসটি চালু হলে রোগীর ভোগান্তি অনেকটা কমে আসবে।
নিজস্ব প্রতিবেদক : করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনেও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের জন্য চট্টগ্রামের টি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকালে দাফন-কাফন ও সৎকারে শেষ ভরসা হয়ে উঠেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সন্ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৬ জন। সোমবার (১৯ এপ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চকবাজার থানাধীন ‘জয়নগর আবাসিক এলাকাকে’ রেড জোন ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) হাস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited