শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৮ পিএম, ২০২০-১১-১৭
দীর্ঘদিন ধরে সারাদেশে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদেও পদবীও গ্রেড পরিবর্তন না হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ১৫ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসুচী চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বাকাসস চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। কর্মচারীদের কর্মবিরতির কারণে এডিএম কোর্ট, রাজস্ব কোর্ট ও রেকর্ড রুমসহ জেলা প্রশাসনের সব শাখার কার্যক্রর্ম বন্ধ ছিল। ফলে সেবা পেতে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কর্মবিরতি চলাকালে কর্মচারী শূন্য হয়ে পড়ে জেলা প্রশাসনের সকল শাখা। এতে পুরোপুরি অচলাবস্থা সৃষ্টি হয়। এ উপলক্ষে এক সভা সংগঠনের সিনিয়র সহ-সভপতি স্বপন কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকাসস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক উদয়ন কুমার বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামালউদ্দিন ও নুরুল মুহাম্মদ কাদের। বাকাসস চট্টগ্রাম জেলা শাখার মধ্যে বক্তব্য রাখেন প্রদীপ কুমার চৌধুরী, আলী আজম খান, মোজাফফর হোসেন, কাজলী দেবী, আনোয়ার হোসেন, সোয়েব মোহাম্মদ দুলু, সাদিয়ানুর, বিশ্বজিত দাশ, মোঃ নুরুচ্ছফা, কানু বিকাশ নন্দী, শফিউল আলম, ফজলে আকবর চৌধুরী, সায়েদুল ইসলাম,রিয়াজ উদ্দীন আহম্মদ, পুতুল দত্ত, নাজিমউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ এরশাদ আলমপ্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও অদ্যাবধি কালেক্টরেটে কর্মরত সহকারীদের কোন ধরণের সুযোগ প্রদান করা হয়নি। সচিবালয়ের একজন কর্মচারী ১৬ গ্রেডে চাকরিতে যোগদানকরে ৫ বছর পর ১০ গ্রেডে পদোন্নতি পেয়ে যান। আর সচিবালয়, হাইকোর্ট, সংসদ, নির্বাচনকমিশন, পিএসসি ও মন্ত্রণালয়ের সংযুক্ত বিভাগসমূহে ১৬তম গ্রেডে যোগদান কওে অনেকে সহকারী সচিব হয়ে চাকরি থেকে অবসর নিচ্ছেন। শুধুমাত্র ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত অফিস সহকারীগণ চাকরিতে জীবন শেষেও কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকেই অবসওে যাচ্ছেন।
বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এসডিজি বাস্তবায়ন ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত বিভাগীয় কমিশনার অফিস, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত সহকারীদের মনোবল সতেজ রেখে কাজের গ তিশীলতা অব্যাহত রাখতে তাদের পদোন্নতিসহ পদবী পরিবর্তন কওে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা করার জন্য জোর দাবী জানান।###
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়া...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ৩৭টি প্রতিশ্রুতি দিয়ে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক ছাত্রলীগের মিছিলে নেতাকর্মীদের ওপর কাজির দেউড়ি এলাকায় হামলার অভিযোগে বিএ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক আগামি ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় স...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : নিজস্ব প্রতিবেদক করোনামুক্ত হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। গত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited