চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

ঈদগাঁও বাস-স্টেশনে থামছে না যানজট!

ঈদগাঁও প্রতিনিধি :    |    ০৪:১১ পিএম, ২০২০-০৮-১৭

ঈদগাঁও বাস-স্টেশনে থামছে না যানজট!



কক্সবাজার সদরের ঈদগাঁও বাস-স্টেশনে থামছে না যানজট। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন হয়ে আটকে যায় দূরপাল্লাসহ বিভিন্ন ধরনের গাড়ি। এসময় অতিরিক্ত সময় গুনতে হচ্ছে রুগী, ডাক্তার, ছাত্র-ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার লোকজনকে। ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রার মান। অতিষ্ঠ হয়ে পড়েছে বিশ্বরোড হয়ে বাজারে আসা বিশ হাজারের অধিক মানুষ। ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার পরেও রেহায় মিলছে না যানজটের কবল থেকে। দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবী জানিয়েছেন বিশিষ্টজনেরা।
সরেজমিন দেখা গেছে, ঈদগাও বাস-স্টেশনে কয়েক ধরনের লোকাল গাড়ির অফিস রয়েছে। প্রত্যেক গাড়ি দাড় করানো হয় বাস-স্টেশনে। দীর্ঘক্ষন দাড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করা হয় এসব গাড়িতে। এসময় বিশ্বেরোডের ফুটপাতসহ মূল সড়কের অধিকাংশ দখল করে নেই এইসব গাড়ি। ফলে দূরপাল্লার গাড়ি এ অংশে এসে উভয় পাশ থেকে ক্রসিং করতে না পেরে লেগে যায় যানজট। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় গাড়ি চলাচল স্বাভাবিক হতে। অপরিকল্পিত গাড়ি স্ট্যান্ড বন্ধ করা না গেলে যানজট নিরসন সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।
প্রয়োজনের চেয়ে ছোট এই বাস-স্টেশনে যেসব গাড়ির অফিস রয়েছে, মাইক্রোবাস, সিএনজি, মাহিন্দ্রা, টমটম, বারো আওলিয়া সার্বিস, আলিরাজ পরিবহন, ঈদগাও লাইন, সী-লাইন, অটো রিকসা, ডাম্পার, ছাড়পোকা, হিল লাইনসহ দুর পাল্লার ও স্বল্প দুরত্বের ছোট-বড় অসংখ্য যানবাহনের অবৈধ কাউন্টার ও অস্থায়ী পার্কিং স্টেশন। এসব গাড়ি নিদৃষ্ট পার্কিং ব্যবস্থা নেই। বিশ্বরোডের ফুটপাত ও মূল রাস্তা দখল করেই চলেছে গাড়ি গুলোর কার্যক্রম। হাইওয়ে সড়কে চলাচলের নিয়ম না থাকলেও চলছে টমটম ও অটো রিকসা। ফলে যানজট তীব্র থেকে তীব্র হচ্ছে।
এদিকে এইসব গাড়ির অধিকাংশ চালক অনভিজ্ঞ ও লাইসন্স বিহীন বলেও নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। তাদের নেই কোন প্রশিক্ষণ। ড্রাইভারেরা হাইওয়ে সড়কের নিয়মনীতি না জানার কারণে এক্সিডেন্টসহ যানজট বাড়ছে বলে ধারনা অনেকের। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এছাড়া স্টেশন কেন্দ্রিক মহাসড়কের দুই পাশে দোকানের সামনে ঝুপড়ি দিয়ে সড়ক দখল করে দোকান বের করার কারণেও যানজট বেড়েছে বলে জানান ভুক্তভোগীরা। পথচারীদের মতে সড়কের ফুটপাত দখল করে দোকান বসায় ফুটপাত খুজে পাওয়া মুশকিল, ফলে ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষা প্রতিষ্টানগামী শিক্ষার্থী ও পথচারীদের।
অন্যদিকে স্টেশন কেন্দ্রিক গড়ে উঠা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ভিশন শো রুম ও কেজি স্কুল গেইটে গড়ে উঠা মার্কেটের দ্বিতীয় তলার ইলেক্ট্রনিক্স শো রুমের সিড়ি সরাসরি রাস্তার উপর নির্মাণ করায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেন দেখার কেউ নেই। এছাড়া সব মার্কেটের সামনে ঝুপড়ি দিয়ে সড়কের উপর ভাসমান দোকান ভাড়া দেয়ায় স্টেশন জুড়েই নিত্য যানজট।
এসব গাড়ির অফিস থেকে মাসিক মাসোহারা নেওয়ার কারণে সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও সুত্রে জানা গেছে।
আবার স্টেশন সংলগ্ন যাত্রী ছাউনির সামনে যানজট নিরসনে ঠাঁই দাঁড়িয়ে থাকা কয়েক পুলিশ সদস্যের দেখা মিললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ঈদগাহ বাস-স্টেশনে চাহিদার চেয়ে কমসংখ্যক ট্রাফিক পুলিশ হওয়ার কারণে যানজট সামলানো যাচ্ছে না বলেও জানা গেছে। ট্রাফিক পুলিশের মাত্র তিনজন সদস্য একজন টি আই, সার্জেন্ট ও সিপাহি কর্মরত রয়েছে ঈদগাহ বাস-স্টেশনে। নিয়মিত ডিউটি করেন সার্জেন্ট ও সিপাহি দুইজন, যাদের দিয়ে এতোবড় বাস-স্টেশন কাভার করা সম্ভব নয়। তাই আরো জনশক্তি বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। 
এ বিষয়ে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঈদগাহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী বলেন, ঈদগাহ বাস-স্টেশন একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। এটাকে যানজট মুক্ত করতে ফুটপাতের ভাসমান দোকান, যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
ঈদগাঁওতে কর্মরত ট্রাফিক পুলিশের টিআই সুশান্ত বলেন, আমাদের জনবল সংকটের কারণে শত চেষ্টার পরেও যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। যা উর্ধতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তাছাড়াও স্থানীয় বাস কাউন্টার ও গাড়ি পার্কিং বিষয়ে সমস্যা রয়েছে যা সামাধানের চেষ্টা চলছে।

রিটেলেড নিউজ

হাটহাজারীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের ইফতার ও মতবিনিময়

হাটহাজারীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের ইফতার ও মতবিনিময়

হাটহাজারী প্রতিনিধি : :   পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম ...বিস্তারিত


দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : অন্যায় অত্যাচার জুলুমের বিরদ্ধে আজ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন লাভ বাংলাদেশের পতাকাতলে সেই প্রত...বিস্তারিত


যুক্তরাজ্য-জাপান থেকে এলো ৮০ লাখ ৫৫ হাজার টিকা

যুক্তরাজ্য-জাপান থেকে এলো ৮০ লাখ ৫৫ হাজার টিকা

ঢাকা অফিস : :       কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় জাপানের দেওয়া ৪০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা দেশ...বিস্তারিত


মীরসরাইয়ের করেরহাট বিটে জ্বালানী বোঁঝাই কাঠের পিকআপ আটক

মীরসরাইয়ের করেরহাট বিটে জ্বালানী বোঁঝাই কাঠের পিকআপ আটক

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ের করেরহাটে চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় জ...বিস্তারিত


নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না : প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : :   নির্বাচনে সংঘাত বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন ন...বিস্তারিত


ভয়,শঙ্কা ও উত্তেজনার মধ্যদিয়ে  রাঙামাটির তিন উপজেলায় নির্বাচন সম্পন্ন

ভয়,শঙ্কা ও উত্তেজনার মধ্যদিয়ে  রাঙামাটির তিন উপজেলায় নির্বাচন সম্পন্ন

রাঙ্গামাটি প্রতিনিধি : : দ্বিতীয় দফা ইউনিয়ন নির্বাচনে আজ রাঙামাটির ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নের ভোট গ্রহন শেষ হয়েছে। সকাল ৮...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর