চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ এর শেয়ার জালিয়াতি, নির্বাচনের আগের তিন মাসে ২০০ নতুন সদস্য শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমাদের ডেস্ক :    |    ০৪:২১ পিএম, ২০২১-০৩-২৩

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ এর শেয়ার জালিয়াতি, নির্বাচনের আগের তিন মাসে ২০০ নতুন সদস্য শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩-০৩-২০২১ ইং তারিখের দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ এর সম্পাদক মােহাম্মদ শাহজাহান ও সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য মােহাম্মদ সাজ্জাদকে নিয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় সােসাইটির। পক্ষ থেকে এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানােয়াট ও উদ্দেশ্য প্রণােদিত। সােসাইটির সাথে সংশ্লিষ্টদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও আসন্ন সােসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে প্রভাবিত করার জন্য এ সংবাদটি উদ্দেশ্য প্রণােদিতভাবে প্রকাশ করা হয়েছে।
দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী, স্বনামধন্য এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী প্রতিষ্ঠান। এখানে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ম-নীতি, সমবায় বিধিমালা এবং সােসাইটির উপ-আইন মােতাবেক পরিচালিত হয়। সংবাদে উল্লেখিত সােসাইটির ১৫০২ নম্বর সদস্য জনাব মােহাম্মদ রাশেদের সদস্য পদে সমবায় আইন অনুযায়ী তার নমিনী (স্ত্রী) মিসেস চেমন আরা বেগম স্থলাভিষিক্ত হওয়ার জন্য ছবি ও এনআইডি এবং মােহাম্মদ রাশেদের মৃত্যু সনদসহ গত ০৮-০৩-২০১৮ ইং তারিখে আবেদন করেন। আবেদনটি ২৯-০৩-২০১৮ ইং তারিখে সােসাইটির সংশ্লিষ্ট উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মানু্যায়ী ৩১-০৩২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত সাবেক ব্যবস্থাপনা কমিটির ২৩তম সভায় অনুমােদিত হয়। স্থলাভিষিক্ত হওয়ার আবেদনের সাথে পেশকৃত মৃত্যু সনদ এবং এনআইডির ফটোকপি সােসাইটি কার্যালয়ে সংরক্ষিত আছে। বিগত ১১-০৭-২০১৮ ইং মিসেস চেমন আরা বেগম তার। ৫ টি শেয়ার সােসাইটির ৩০৩৯ সদস্য মােহাম্মদ সাজ্জাদের নিকট হস্তান্তরের জন্য প্রয়ােজনীয় কাগজপত্র সহ আবেদন করেন। নিয়মানুযায়ী কাগজ পত্র যাচাই-বাচাইয়ের পর ১৮-০৭-২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত সংশ্লিষ্ট উপ-কমিটির সভার সুপারিশ অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির ২৮-০৭-২০১৮ ইং তারিখের সভায় অনুমােদনের পর শেয়ার হস্তান্তর কার্যকর হয়। এখানে অনিয়ম বা জালিয়াতির। কোন সুযােগ নেই। জনাব মােহাম্মদ সাজ্জাদ ২০০৮ সালে সােসাইটির সদস্য হন এবং তিনি ২০১৫-১৮ সালের ব্যবস্থাপনা কমিটিতে সর্বোচ্চ ভােট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুতরাং এই শেয়ার হস্তান্তরের মাধ্যমে তার নির্বাচনী মাঠে নামার সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণােদিত। সােসাইটির ৫৪৩ নম্বর সদস্য মনজুরুর রহমান বিগত ২২-১২-২০২০ ইং তারিখে তার ৫টি শেয়ার। ফাতেমা নুজহাত নাফিসার নিকট হস্তান্তরের আবেদন করেন। আবেদনের সাথে নিয়মানুযায়ী ছবি ও এনআইডির কপি সংযুক্ত করেন। আবেদন প্রাপ্তির পর যাচাই-বাচাই পূর্বক সংশ্লিষ্ট উপ-কমিটির ২৬-১২-২০২০ ইং তারিখের সভার সুপারিশ অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির ২৬-১২-২০২০ ইং তারিখের ২৯তম সভায় অনুমােদনের পর তা কার্যকর হয়। মূলতঃ একটি স্বার্থান্বেষী মহল নির্বাচনে নিশ্চিত পরাজয়। জেনে নানারকম অসত্য এবং ভিত্তিহীন প্রচারণার মাধ্যমে সদস্যদের বিভ্রান্ত করার হীন প্রচেষ্ঠা চালাচ্ছেন।
দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ এর শেয়ার হস্তান্তর সমবায় সমিতি বিধিমালা এবং সােসাইটির উপ-আইনের ধারা অনুযায়ী হয়ে থাকে। শুধুমাত্র শেয়ার হস্তান্তরের মাধ্যমে ভােটার হওয়ার কোন সুযােগ নেই। শেয়ার কিংবা প্লট/ফ্ল্যাট হস্তান্তরের মাধ্যমে। সােসাইটির সদস্য হওয়ার সুযােগ থাকে, প্রবর্তীতে তিনি ভােটার হিসেবে বিবেচিত হন। এই ৰ্বিাচনকে সামনে রেখে মাত্র তিন মাসে ২০০ জনের ভােটার হওয়ার তথ্যও সঠিক নয়। সােসাইটিতে ২০০৯-১২ (সভাপতি-জসিম উদ্দীন চৌধুরী এবং সম্পাদক-সিরাজুল ইসলাম) মেয়াদে ৩৪৪ জন, ২০১২-২০১৫ (সভাপতি-আবদুল মালেক এবং সম্পাদক-আ.জ.ম নাছির উদ্দীন) মেয়াদে ৪১৯ জন, ২০১৫-১৮ (সভাপতি-আজম নাছির উদ্দীন এবং সম্পাদক প্রকৌশলী মােঃ কফিল উদ্দীন টিস্যু) মেয়াদে ২৮২ জন এবং ২০১৮-২১ (সভাপতি-আ.জ.ম নাছির উদ্দীন এবং সম্পাদক-মােহাম্মদ শাহজাহান) চলতি মেয়াদে ৩৭৭ জন সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। সুতরাং প্রকাশিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। খসড়া ভােটার লিস্ট নিয়ে কারাে কোন আপত্তি থাকলে তা সােসাইটি কার্যালয়ে জানানাের জন্য দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণসহ জাতীয় পত্রিকায় গত ০২-০২-২০২১ ইং তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে কোন আপত্তি না পাওয়ায় তা চূড়ান্ত করা হয়। সােসাইটির খুলশী প্রকল্পর ৭১৮ কাঠা জমির ব্যাপারে যে বক্তব্য দেয়া। হয়েছে তাও সত্য নয়। এ সংবাদের সাথে সােসাইটির সম্পাদকের কোন সংশ্লিষ্টতা নেই। তা ছাড়া জাল দলিলের মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অলীক বক্তব্যও গ্রহণযােগ্য নয়। কেবল মাত্র ব্যক্তি-আক্রোশ, সম্পাদকের কর্মনিষ্ঠা ও সােসাইটির সদস্যদের আন্তরিকতা। ও আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হওয়ায় জনাব মােহাম্মদ শাহজাহানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তিনি ও তার পরিবারের সদস্যদের বিরূদ্ধে কিছু ব্যক্তি বিশেষের প্ররােচনায় এ প্রণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে।
প্রকাশিত সংবাদটি প্রাচীন এ সােসাইটির ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। আমরা আশা করি, কোন চক্রান্ত বা ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে প্রভাবিত বা প্রশ্নবিদ্ধ করতে পারবে না। সােসাইটির সকল সম্মানিত সদস্যের আন্তরিক সহযােগিতা কামনা। করছি।
নিবেদক
দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ

 

রিটেলেড নিউজ

হাটহাজারীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের ইফতার ও মতবিনিময়

হাটহাজারীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের ইফতার ও মতবিনিময়

হাটহাজারী প্রতিনিধি : :   পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম ...বিস্তারিত


দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : অন্যায় অত্যাচার জুলুমের বিরদ্ধে আজ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন লাভ বাংলাদেশের পতাকাতলে সেই প্রত...বিস্তারিত


যুক্তরাজ্য-জাপান থেকে এলো ৮০ লাখ ৫৫ হাজার টিকা

যুক্তরাজ্য-জাপান থেকে এলো ৮০ লাখ ৫৫ হাজার টিকা

ঢাকা অফিস : :       কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় জাপানের দেওয়া ৪০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা দেশ...বিস্তারিত


মীরসরাইয়ের করেরহাট বিটে জ্বালানী বোঁঝাই কাঠের পিকআপ আটক

মীরসরাইয়ের করেরহাট বিটে জ্বালানী বোঁঝাই কাঠের পিকআপ আটক

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ের করেরহাটে চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় জ...বিস্তারিত


নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না : প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : :   নির্বাচনে সংঘাত বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন ন...বিস্তারিত


ভয়,শঙ্কা ও উত্তেজনার মধ্যদিয়ে  রাঙামাটির তিন উপজেলায় নির্বাচন সম্পন্ন

ভয়,শঙ্কা ও উত্তেজনার মধ্যদিয়ে  রাঙামাটির তিন উপজেলায় নির্বাচন সম্পন্ন

রাঙ্গামাটি প্রতিনিধি : : দ্বিতীয় দফা ইউনিয়ন নির্বাচনে আজ রাঙামাটির ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নের ভোট গ্রহন শেষ হয়েছে। সকাল ৮...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর