চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

কক্সবাজারে ইয়াবা সহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি:    |    ১২:১৯ পিএম, ২০২১-০৩-০৭

কক্সবাজারে ইয়াবা সহ আটক ৫

আজ (৭ মার্চ) কক্সবাজার ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় চার লাখ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।  শুক্রবার (৫ মার্চ) রাত থেকে শনিবার (৬ মার্চ) সন্ধ্যা পর্যন্ত র‍্যাব-৭ এবং র‍্যাব-১৫ পৃথক অভিযানে চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। 

পৃথক অভিযানে গ্রেফতাররা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী পশ্চিম পাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে গুরা মিয়া (৬৫), উত্তর লম্বরী এলাকার শামসুল আলম (৩০) ও একই এলাকার জামাল হোসেন (৩৬)। এছাড়াও গ্রেফতার হয়েছেন উখিয়ার পশ্চিম হলদিয়াপালং ডাকুয়াপাড়ার গুরা মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (২৮) এবং একই এলাকার শাহাব মিয়ার ছেলে আফসার মিয়া (২০)।  এরমধ্যে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ হোসেন ও আফসার মিয়াকে কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্ক এলাকায় মাইক্রোবাস তল্লাশি চালিয়ে আট হাজার ইয়াবাসহ আটক করা হয়।   

র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাসে করে টেকনাফ থেকে ইয়াবার চালান কক্সবাজারের দিকে আসছে। এরপর চেইন্দা এলাকায় র‍্যাব-১৫ এর তল্লাশি চেকপোস্ট বসানো হয়।  বাস তল্লাশিকালে হোসেন ও আফসারের চালানো মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে চেকপোস্ট দেখে গাড়িটি পার্কিং করে কৌশলে পালানের চেষ্টা করে। তখন ধাওয়া করে ধরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়িতে বিশেষ কায়দায় লুকানো আট হাজার ইয়াবা জব্দ করা হয়। 

অপরদিকে শুক্রবার ভোরে সাড়ে তিন লাখ ইয়াবাসহ গুরা মিয়াকে গ্রেফতার করে চট্টগ্রাম র‍্যাব-৭ এর একটি দল।  র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, গোপন সংবাদে টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার রওজাতুল উলুম মসজিদের পশ্চিম পাশে হাফেজ উল্লাহ ভুট্টোর বাড়িতে বিক্রির জন্য ইয়াবার একটি বড় চালান মজুদ রয়েছে বলে জানা যায়।সেই সূত্রে শুক্রবার ভোরে র‍্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়।  র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা।

এসময় মো. গুরা মিয়াকে গ্রেফতার করা হয়।  তিনি আরও জানান, গুরা মিয়া জিজ্ঞাসাবাদ জানায়, পলাতক আসামি ফয়েজ উল্লাহর টিনশেড ঘরের ভেতরে সিলিং এর ওপর বিশেষ কায়দায় ইয়াবা লুকানো রয়েছে। পরে সেখানে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। একই আসামির তথ্য অনুযায়ী, সাবরাং হারিয়াখালী এলাকার পলাতক আসামি মো. ইসমাইলের ঘরের পেছনের বারান্দার চালের সঙ্গে বিশেষ কায়দায় ঝোলানো অবস্থায় একটি বস্তা থেকে আরও এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

একইদিন রাতে টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ৪৯ হাজার ইয়াবাসহ টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকার শামসুল আলম ও একই এলাকার জামাল হোসেনকে গ্রেফতার করে র‍্যাব-১৫ এর সদস্যরা।  বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ইয়াবা বেচা-কেনার খবর পেয়ে শুক্রবার রাত ২টায় বরইতলী এলাকায় অভিযানে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগ থেকে ৪৯ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

পৃথক অভিযানে গ্রেফতারকৃত তিনজনসহ জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা এবং আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

রিটেলেড নিউজ

হাটহাজারীতে  র‌্যাব-৭ এর  অভিযানে ২ ছিনতাইকারী আটক

হাটহাজারীতে  র‌্যাব-৭ এর  অভিযানে ২ ছিনতাইকারী আটক

খবর বিজ্ঞপ্তি : র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিডযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে  চিহ্নিত নৈশ ছিনতাইকার...বিস্তারিত


নাটোরে পলাতক কিশোরীকে 'সংঘবদ্ধ ধর্ষণ'

নাটোরে পলাতক কিশোরীকে 'সংঘবদ্ধ ধর্ষণ'

আমাদের ডেস্ক : : বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছেন, এমন কথা বলে নাটোর শহরে বাসা ভাড়া নেন এক তরুণ (১৯) ও এক কিশোরী ...বিস্তারিত


সীতাকুণ্ডে সৌদি প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার

সীতাকুণ্ডে সৌদি প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে প্রবাসী স্বামী। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেল...বিস্তারিত


পৌনে ৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

পৌনে ৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৯ শত ইয়াবাসহ মো. জাকারিয়া প্রকাশ কায়ছা...বিস্তারিত


সাবরিনার বিরুদ্ধে প্রতিবেদন ৫ এপ্রিল

সাবরিনার বিরুদ্ধে প্রতিবেদন ৫ এপ্রিল

ঢাকা অফিস : : করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তথ্য গোপন করে দ্...বিস্তারিত


মহানগরী এলাকায় নিয়মিত মামলা ১৫ জন গ্রেফতার

মহানগরী এলাকায় নিয়মিত মামলা ১৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২,৯৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ১০ লিটা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর