চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

গাজা সীমান্তে ইসরায়েলের লোহার প্রাচীর

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:৫৭ পিএম, ২০২১-১২-০৯

গাজা সীমান্তে ইসরায়েলের লোহার প্রাচীর

গাজা সীমান্তে ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে লোহার প্রাচীর তৈরির কাজ সম্পন্ন করেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রাচীর নির্মাণের কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত শাকেদ জানান, গাজার সীমানায় দেওয়াল তৈরির কাজ শেষ হয়েছে। তার মতে, এবার দক্ষিণ ইসরায়েলের মানুষ সুরক্ষিত থাকবেন।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শুধু মাটির ওপর নয়, মাটির নিচেও প্রাচীর তৈরি করা হয়েছে। এর সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। প্রাচীরের কাছেই তৈরি করা হয়েছে কন্ট্রোলরুম।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজ বলেন, প্রাচীর নির্মাণ করায় নাগরিকরা নিরাপদে থাকবেন। এই প্রাচীর নির্মাণে ব্যবহার করা হয়েছে, দুই লাখ ২০ হাজার ট্রাক কংক্রিট এবং এক লাখ ৪০ হাজার টন লোহা ও স্টিল।

গানৎজ বলেন, লোহার এই ৬৫ কিলোমিটার (৪০ মাইল) প্রাচীর ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর হাত থেকে দক্ষিণের মানুষকে সুরক্ষিত রাখবে।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি স্পষ্ট করেনি যে, প্রাচীর কতটা গভীর করা হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে মোকাবিলায় ২০১৬ সালে সীমান্তে এই প্রাচীর তৈরি ঘোষণা দেয় ইসরায়েল। হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র।

২০০৭ সালের পর গাজার নিয়ন্ত্রণ নিয়ে চারবার যুদ্ধে জড়িয়েছে হামাস ও ইসরায়েল। সবশেষ গত মে মাসেও দুপক্ষের সংঘর্ষ হয়। এই অঞ্চল দিয়ে ইসরায়েল ও মিশরের সঙ্গে পণ্য পরিবহন ও চলাচলে কড়া বিধিনিষেধ জারি থাকে। মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এখানকার ২০ লাখ মানুষ চরম দারিদ্র্যতার মধ্যে বসবাস করেন।

২০১৮ এবং ২০১৯ সালে সেখানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে ২শ ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনা নিহত হন। আহত হন আরও কয়েক হাজার ফিলিস্তিনি।

সূত্র: ডয়েচে ভেলে


গাজা সীমান্তে ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে লোহার প্রাচীর তৈরির কাজ সম্পন্ন করেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রাচীর নির্মাণের কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত শাকেদ জানান, গাজার সীমানায় দেওয়াল তৈরির কাজ শেষ হয়েছে। তার মতে, এবার দক্ষিণ ইসরায়েলের মানুষ সুরক্ষিত থাকবেন।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শুধু মাটির ওপর নয়, মাটির নিচেও প্রাচীর তৈরি করা হয়েছে। এর সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। প্রাচীরের কাছেই তৈরি করা হয়েছে কন্ট্রোলরুম।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানৎজ বলেন, প্রাচীর নির্মাণ করায় নাগরিকরা নিরাপদে থাকবেন। এই প্রাচীর নির্মাণে ব্যবহার করা হয়েছে, দুই লাখ ২০ হাজার ট্রাক কংক্রিট এবং এক লাখ ৪০ হাজার টন লোহা ও স্টিল।

গানৎজ বলেন, লোহার এই ৬৫ কিলোমিটার (৪০ মাইল) প্রাচীর ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর হাত থেকে দক্ষিণের মানুষকে সুরক্ষিত রাখবে।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি স্পষ্ট করেনি যে, প্রাচীর কতটা গভীর করা হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে মোকাবিলায় ২০১৬ সালে সীমান্তে এই প্রাচীর তৈরি ঘোষণা দেয় ইসরায়েল। হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র।

২০০৭ সালের পর গাজার নিয়ন্ত্রণ নিয়ে চারবার যুদ্ধে জড়িয়েছে হামাস ও ইসরায়েল। সবশেষ গত মে মাসেও দুপক্ষের সংঘর্ষ হয়। এই অঞ্চল দিয়ে ইসরায়েল ও মিশরের সঙ্গে পণ্য পরিবহন ও চলাচলে কড়া বিধিনিষেধ জারি থাকে। মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এখানকার ২০ লাখ মানুষ চরম দারিদ্র্যতার মধ্যে বসবাস করেন।

২০১৮ এবং ২০১৯ সালে সেখানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে ২শ ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনা নিহত হন। আহত হন আরও কয়েক হাজার ফিলিস্তিনি।

সূত্র: ডয়েচে ভেলে

রিটেলেড নিউজ

 ভূমিকম্পে কাঁপল ইরান, আহত ৫ শতাধিক 

ভূমিকম্পে কাঁপল ইরান, আহত ৫ শতাধিক 

আন্তর্জাতিক ডেস্ক : : ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় ওয়েস্ট আজারবাইজান প্রদেশে বুধবার (৫ অক্টোবর) ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্...বিস্তারিত


পাল্টা চারটি ক্ষেপণাস্ত্র ছুড়ল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

পাল্টা চারটি ক্ষেপণাস্ত্র ছুড়ল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : : পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোর...বিস্তারিত


মানবজাতির বিবর্তন নিয়ে গবেষণায় নোবেল পেলেন সাভান্তে পাবো

মানবজাতির বিবর্তন নিয়ে গবেষণায় নোবেল পেলেন সাভান্তে পাবো

আন্তর্জাতিক ডেস্ক : : চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পদক জিতে নিয়েছেন সুইডেনের বিজ্ঞানী সাভান্তে পাবো। সোমবার নোবেল কমিট...বিস্তারিত


ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে জার্মানি

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : : ইউক্রেনকে প্রথমবারের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মানির প্রত...বিস্তারিত


ডলারের বিপরীতে চীনের মুদ্রার রেকর্ড দরপতন

ডলারের বিপরীতে চীনের মুদ্রার রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে চীনের ইউয়ানের রেকর্ড দরপতন হয়েছে।  ২০১১ সালে আন্তর্...বিস্তারিত


যুদ্ধে যাবেন না,রুশ নাগরিকরা পালাচ্ছেন ফিনল্যান্ডে

যুদ্ধে যাবেন না,রুশ নাগরিকরা পালাচ্ছেন ফিনল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক : : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামার নাম নেই। বরং এটি আরও বাড়ার শঙ্কা রয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ঘোষণা ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর