চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

ভয়াবহ দূষণে কর্ণফুলী নদী

আগামী ৮ বছরে কর্ণফুলীতে দূষণ ছড়াবে দ্বিগুণ

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৪৫ পিএম, ২০২২-০৯-২৫

ভয়াবহ দূষণে কর্ণফুলী নদী

কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ৮ বছরের মধ্যে কর্ণফুলী নদীতে দূষণ ছড়াবে দ্বিগুণ। নগরীতে প্রতিদিন পয়ঃবর্জ্য প্রায় ৩০ কোটি লিটার। যা ২০৩০ সাল নাগাদ বেড়ে হবে ৫১ কোটি লিটার। এসব পয়ঃবর্জ্য, শিল্প বর্জ্য ও হাসপাতাল বর্জ্য মূলত খাল ও নালা হয়ে কর্ণফুলীসহ অন্যান্য নদীতে পড়ছে। এদিকে ভয়াবহ দূষণের শিকার কর্ণফুলী নদীর পানি ও মাছ। কার্যকর পদক্ষেপ না থাকায় এটি আরো ভয়াবহ রূপ ধারণ করছে। তাতে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের যৌথ গবেষণায় দূষণের এ চিত্র ফুটে ওঠেছে।

গবেষণায় কর্ণফুলী নদীর পানি ও মাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের নির্ধারিত স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর প্রভাব দেখা গেছে। বিশেষ করে নদীর কর্ণফুলী সেতু, কালুরঘাট সেতু ও নেভাল এরিয়ার মাছের তুলনামূলক বেশি জীবাণু পাওয়া গেছে। এসব এলাকার পোপা, ফাইস্যা, বাটা, চিরিং, গলদা চিংড়ি, লাল পোপা, তেলি ফাইস্যা, বাইলা, চেওয়াসহ বিভিন্ন মাছের উপর পরীক্ষায় মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, এসব এলাকার মাছের মধ্যে ক্যাডমিয়াম পাওয়া গেছে ০.৬১৫ মিলিগ্রাম পার কেজি। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের নির্ধারিত সহনীয় মাত্রা হচ্ছে ০.৫০০ মিলিগ্রাম পার কেজি। গবেষণায় ক্রোমিয়াম পাওয়া গেছে ৩.৮২৪ মিলিগ্রাম পার কেজি। অথচ এটির মানবদেহে সহনীয় মাত্রা হচ্ছে ১.০০০ মিলিগ্রাম পার কেজি।

একই সাথে আয়রন পাওয়া গেছে ৪৩৮.০০৭ মিলিগ্রাম পার কেজি। যা মানুষের সহনীয় মাত্রা হচ্ছে ৪৩.০০০ মিলিগ্রাম পার কেজি। ম্যাঙ্গানিজ পাওয়া গেছে ২৭.৪০২ মিলিগ্রাম পার কেজি, এটির সহনীয় মাত্রা হচ্ছে ২০.০০০ মিলিগ্রাম পার কেজি। জিঙ্ক পাওয়া গেছে ৭২.৪৯৩ মিলিগ্রাম পার কেজি। এটির সহনীয় মাত্রা হচ্ছে ৪০.০০০ মিলিগ্রাম পার কেজি। গবেষণায় চিরিং, বাটা, ফাইস্যা ও চিংড়িতে তুলনামূলক বেশি মাত্রায় ক্ষতিকর প্রভাব পাওয়া গেছে।

একই গবেষণায় কর্ণফুলীর পানিতেও ভয়াবহ দূষণের চিত্র ফুটে ওঠেছে। এ নদীর পানিতে আর্সেনিক পাওয়া গেছে ০.০৫০ মিলিগ্রাম পার লিটার। অথচ এটি মানুষের সহনীয় মাত্রা হচ্ছে ০.০১০ মিলিগ্রাম পার লিটার। পানিতে ক্যাডমিয়াম পাওয়া গেছে সহনীয় মাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ বেশি ০.০০৫ মিলিগ্রাম পার লিটার। অথচ এটির সহনীয় মাত্রা হচ্ছে ০.০০৩ মিলিগ্রাম পার লিটার। লেড পাওয়া গেছে ০.০৫০ মিলিগ্রাম পার লিটার। এটির সহনীয় মাত্রা ০.০১০ মিলিগ্রাম পার লিটার। আয়রন পাওয়া গেছে ১.০০০ মিলিগ্রাম পার লিটার, সহনীয় মাত্রা হচ্ছে ০.৩০০ মিলিগ্রাম পার লিটার।

জানতে চাইলে গবেষণার তত্ত্বাবধায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ‘শহর ও শিল্পকারখানার বর্জ্যে ভয়াবহ দূষণ হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর দু’পাশে কারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। গবেষণায় বর্জ্যে ক্ষতিকর প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠেছে।’

নদী সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভাবনা তৈরি করতে আজ বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে। প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার দিবসটি উদযাপন করা হয়। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয়- ‘আমাদের জনজীবনে নৌপথ’।
এদিকে ড্রেনেজ ও স্যুয়ারেজের ওপর চট্টগ্রাম ওয়াসা প্রণীত মাস্টার প্ল্যানের তথ্য অনুযায়ী নগরীতে প্রতিদিন প্রায় ৩০ কোটি লিটার পয়ঃবর্জ্য নিঃসৃত হচ্ছে। এসব বর্জ্য সরাসরি নালা ও খাল হয়ে কর্ণফুলীসহ বিভিন্ন নদীতে পড়ছে। দূষিত হচ্ছে নদীর পানি। অথচ এ নদী ওয়াসার সুপেয় পানির প্রধান উৎস।

এছাড়া নগরীতে দৈনিক প্রায় দুই হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য হয়। এসব বর্জ্যরে একটি অংশও নদীতে গিয়ে পড়ছে। নগরীর তরল ও কঠিন বর্জ্য ছাড়াও নদীর দুই ধারের শিল্পকারখানার দূষিত কেমিক্যালও কর্ণফুলী গিয়ে পড়ে। এ কারণে ক্রমাগত দূষণের শিকার হচ্ছে এ নদী।

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘নগরীতে প্রতিদিন প্রায় ৩০ কোটি লিটার পয়ঃবর্জ্য নিঃসৃত হচ্ছে, যা ২০৩০ সাল নাগাদ বেড়ে হবে ৫১ কোটি লিটার। এসব পয়ঃবর্জ্য, শিল্প বর্জ্য ও হাসপাতাল বর্জ্য মূলত খাল ও নালা হয়ে কর্ণফুলীসহ অন্যান্য নদীতে পড়ছে। নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা না হলে নগরীর সুপেয় পানির উৎস কর্ণফুলী নদী ভয়াবহ দূষণের শিকার হবে। এতে চট্টগ্রামের পরিবেশ দূষণসহ নগরীর সুপেয় পানি সরবরাহে সংকট সৃষ্টি হবে। তবে এ সংকট নিরসনে ওয়াসা স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন করছে।’

রিটেলেড নিউজ

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : : নতুন করে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনার জন্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খ...বিস্তারিত


নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

স্টাফ রিপোর্টার : : হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, মিনিবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়...বিস্তারিত


প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : :  বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ব...বিস্তারিত


চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১...বিস্তারিত


ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৮তম শাখার উদ্বোধন করা হয়ে...বিস্তারিত


 বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

খবর বিজ্ঞপ্তি : বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা ও নির্বাচিত বেসরকারী মাদ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর