চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন

বিনোদন ডেস্ক :    |    ০৫:৪৩ পিএম, ২০২২-০২-০৯

তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন

আমাদের সমাজেই বসবাস করেন, কিন্তু অধিকার ও সুযোগ সুবিধা সবদিক থেকেই স্বাভাবিক মানুষের চাইতে অবহেলিত একটি গোষ্ঠি হলো তৃতীয় লিঙ্গের মানুষ। সামাজিক রীতি, সংস্কৃতি, আচার অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র সবক্ষেত্রেই এই জনগোষ্ঠির প্রতি মানুষের একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

যার কারণে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে চাইলেও পারছেন না অনেকেই। গতানুগতিকভাবেই তারা মানুষের কাছ থেকে হাত পেতে কিংবা বাধ্য করে আয়ের পথ খুঁজে নিচ্ছেন।

তাদের নামটি শুনলেই হয়তো মনে পড়বে তারা গণপরিবহন ও হাট-বাজারে মানুষের কাছ থেকে হাত পেতে কিংবা জোর করে টাকা তুলবে। বিশেষ কিছু অঙ্গভঙ্গিতে নাচ-গান করে বেড়াবে। কিন্তু রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় তৃতীয় লিঙ্গের বেশকিছু মানুষ বেড়ে উঠছেন সমাজের আর দশ জন স্বাভাবিক মানুষের মতোই শিক্ষা দিক্ষা নিয়ে।

তারা বিভিন্ন ব্লক-বুটিক ও হাতের কাজের শিক্ষা নিচ্ছেন। নিজেরাই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন। সেখানে থাকছে দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য, কবিতা, পবিত্র কুরআন তিলাওয়াত।

জানা গেছে, ঢাকাসহ সারাদেশেই তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করছে একটি সংগঠন ‘আফরাজান ফাউন্ডেশন’। ঢাকা, খুলনা, রাজশাহীসহ দেশের বেশ কয়েকটি জেলায় সংগঠনটির কর্মী রয়েছে, যাদের প্রত্যেকেই তৃতীয় লিঙ্গের। বেশ কিছুদিন ধরে তারা তাদেরকে নিয়ে কাজ করছে। দেশব্যাপী সংগঠিত তৃতীয় লিঙ্গের মানুষদের স্বাভাবিক আচার আচরণ ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলেই গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তারা।

তৃতীয় লিঙ্গের মানুষদের আয়োজিত অনুষ্ঠানে একটি ‘ডকুমেন্টরি’ প্রদর্শন করা হয়। যেখানে দেখানো হয়, একজন তৃতীয় লিঙ্গের মানুষ কীভাবে স্বাভাবিক জনগোষ্ঠি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও বেড়ে উঠে। তাদের কর্ম ও আচার আচরণ সব উঠে আসে ডকুমেন্টরিতে। যার অভিনয় থেকে শুরু করে ক্যামেরায় দৃশ্য ধারণ, ভিডিও এডিটিং সব তৃতীয় লিঙ্গের মানুষেরাই করেছেন।


অনুষ্ঠানে উপস্থাপন করা হয় দেশাত্ববোধক গানের সঙ্গে দলীয় ও একক নৃত্য, কবিতা আবৃত্তি ও কোরআন তিলাওয়াত। এসব দক্ষতা উপস্থাপনের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত হোন তৃতীয় লিঙ্গের মানুষেরা।

রাজধানীর গুলশানে ‘হিজরাদের নানী’ নামে পরিচিত এক বয়স্ক তৃতীয় লিঙ্গের মানুষ বলেন, ‘সারাজীবন কাটাইলাম এমনেই। এখন ছোটরা অনেকেই দেখি লেখাপড়া শিখে, হাতের কাজ শিখে, নাচ-গান করে খুব ভালো লাগে। মানুষের কাছে হাত বাড়াইতে ভালো লাগে না। আমাগো যদি সরকার সবাইরে একটা করে ছাগলও লালন পালনের জন্য দিতো, আমরা নিজের মতো করে চলতে পারতাম।’

সংগঠনটির প্রধান নির্বাহী ফাহরাবী বিনতে সাদেক বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করছি। তাদের প্রতি আমার দূর্বলতা অনেক আগ থেকেই ছিল। ইচ্ছা ছিল তাদের নিয়ে কিছু করার। সেই জায়গা থেকে আরও সাহস পেয়েছি, যখন আমার স্বামী একজন পুলিশ অফিসার হিসেবে আমাকে ব্যক্তি জীবনে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করতে ব্যাপক সাপোর্ট দিয়েছে।

তাদেরকে আমি নাচ-গান, কবিতা, ধর্মীয় বিষয়েও শিক্ষা দিচ্ছি। তাদেরকে বিভিন্ন হাতের কাজ শিখিয়ে নিজের পায়ে দাঁড়ানোর মতো করে তৈরি করছি। তবে এ কাজটি করতে আমাকে অনেক প্রতিকূলতার শিকারও হতে হয়েছে।’

শুধুমাত্র ‘হিজরা’ নাম হওয়ার কারণে এই সাংস্কৃতিক কর্মীদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য কোনো হোটেল মালিকও রাজি হতে চাননি বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

ভাঙতে বসেছে রণবীর-দীপিকার সংসার!

ভাঙতে বসেছে রণবীর-দীপিকার সংসার!

বিনোদন ডেস্ক : : নেটদুনিয়ায় এখন তুমূল শোরগোল দীপিকা-রণবীকে নিয়ে। তাদের নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। কারণ ...বিস্তারিত


‘নরসীমা’ ছবি থেকে বের করে দেয়াটা আমাকে এখেনা হার্ট করে : আয়েশা জুলকা

‘নরসীমা’ ছবি থেকে বের করে দেয়াটা আমাকে এখেনা হার্ট করে : আয়েশা জুলকা

বিনোদন ডেস্ক : : নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা জুলকা। খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফরমে জুহি চাওলার সঙ্গে &lsqu...বিস্তারিত


বায়োগ্রাফি লিখবেন নোরা ফাতেহি

বায়োগ্রাফি লিখবেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : : নিজের জীবনী লিখতে চান নোরা। জীবনের সব প্রতিকুলতার কথা তুলে ধরেত চান সেখানে। নোরা বলেন, ‘আমার কোন...বিস্তারিত


মৌসুমী আপুর সঙ্গে কাজ করা অনেক বড় প্রাপ্তি

মৌসুমী আপুর সঙ্গে কাজ করা অনেক বড় প্রাপ্তি

বিনোদন ডেস্ক : : চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল এই প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘...বিস্তারিত


দ্বিতীয় বিয়ে ভাঙ্গার কারণ জানালেন ন্যান্সি

দ্বিতীয় বিয়ে ভাঙ্গার কারণ জানালেন ন্যান্সি

বিনোদন ডেস্ক : : সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচিত তিনি। এখন পর্য...বিস্তারিত


ভারতের মৈনপুরীতে মঞ্চেই হার্ট অ্যাটাকে নৃত্যশিল্পীর মৃত্যু

ভারতের মৈনপুরীতে মঞ্চেই হার্ট অ্যাটাকে নৃত্যশিল্পীর মৃত্যু

বিনোদন ডেস্ক : : অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন যোগেশ গুপ্তা নামের এক নৃত্যশিল্পী। কিছুক্ষণ নৃত্য পরিবেশনের পর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর