চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

নির্দেশনা মেনে চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষা

আমাদের ডেস্ক :    |    ০৫:৪২ পিএম, ২০২১-০৪-০২

নির্দেশনা মেনে চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষা


চট্টগ্রামের ৭টি কেন্দ্রে এমবিবিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা।


চমেক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, বাওয়া স্কুল অ্যান্ড কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ও জিইসি ক্যাম্পাস, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ১০ হাজার ৯০৫ জন।  

২০২০-২১ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষায় গত বছরের তুলনায় চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। গত বছর পরীক্ষার্থী ছিল ৬ হাজার ২১১ জন। সারাদেশে এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেন। আসনপ্রতি ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।  

নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবেন। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

দেশের ৪৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এছাড়া ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজে আসন আছে ৬ হাজার ৩৪০টি। ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে ২৭ মার্চ থেকে, যা শেষ হবে ১৫ এপ্রিল। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে প্রতি বছর বিদেশি সহ ২৩০ জন শিক্ষার্থীকে এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন ও ব্যাচেলর অব সার্জারি) কোর্সে ভর্তি করা হয়। বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) কোর্সে ভর্তি করা হয় ৫০ জন।  

এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আর্মি মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম (এএমসিসি)-এ মেডিক্যাল ক্যাডেট (এএফএমসি) এবং আর্মি মেডিক্যাল কর্পস ক্যাডেট (এএমসি) হিসেবে ভর্তি করা হয় ১০০ জন শিক্ষার্থী।

বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম (ইউএসটিসি) এর চিকিৎসা অনুষদের অধীনে প্রতি ব্যাচে ৭৫ জন দেশি ও ২৫ শতাংশ বিদেশি শিক্ষার্থী ভর্তির নিয়ম রয়েছে। চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজে ৯০ জন, আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজে ১০০ জন, নাসিরাবাদ এলাকার সাউদার্ন মেডিক্যাল কলেজে ৬৫ জন, চন্দ্রনগর এলাকার মেরিন সিটি মেডিক্যাল কলেজে প্রতি ব্যাচে ৫০ জন, চান্দগাঁও শমসের পাড়া ইন্টারন্যাশনাল ইসলামী মেডিক্যাল কলেজে (আইআইএমসিএইচ)৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। এসব মেডিক্যাল কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মতে, ভর্তি পরীক্ষায় ৪০ এর কম নম্বর পাওয়া পরীক্ষার্থীরা বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন না। প্রায় একই রকম নির্দেশনা জারি করে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলও (বিএমডিসি)। এতে বলা হয়, প্রতিটি বেসরকারি মেডিক্যাল বা ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটকে অবশ্যই মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করতে হবে। যদিও বিগত বছরগুলোতে অনেক ক্ষেত্রে এই নিয়মের ব্যত্যয় ঘটতে দেখা গেছে।

এদিকে এমবিবিএস ভর্তি পরীক্ষাকেন্দ্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। করোনাভাইরাসের কারণে গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনে সরকারি নির্দেশনা থাকায় পরীক্ষায় অংশগ্রহণকারীরা সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হন।

ভর্তি পরীক্ষা স্বচ্ছ রাখতে কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়। প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ সদস্য। ছিল ভ্রাম্যমাণ আদালতও। করোনার  সংক্রমণ রোধে নির্দেশনা মেনে পরীক্ষার্থীরা মাস্ক পরে কেন্দ্রে আসেন। এ ছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক অটো স্প্রে মেশিনসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়।

রিটেলেড নিউজ

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : : নতুন করে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনার জন্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খ...বিস্তারিত


নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

স্টাফ রিপোর্টার : : হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, মিনিবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়...বিস্তারিত


প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : :  বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ব...বিস্তারিত


চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১...বিস্তারিত


ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৮তম শাখার উদ্বোধন করা হয়ে...বিস্তারিত


 বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

খবর বিজ্ঞপ্তি : বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা ও নির্বাচিত বেসরকারী মাদ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর