চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

পটিয়ার বুদবুদি ছড়ার প্রকৃতিক সম্পদ পর্যটকদের কাঠির আগুনে জ্বলে নিঃশেষ হচ্ছে

উখিয়া প্রতিনিধি ::    |    ০৩:১৫ পিএম, ২০২০-০৮-৩১

পটিয়ার বুদবুদি ছড়ার প্রকৃতিক সম্পদ পর্যটকদের কাঠির আগুনে জ্বলে নিঃশেষ হচ্ছে

সাবেক মহকুমা পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের পর পাহাড় বেষ্টিত “বুদবুদি ছড়া”র প্রাকৃতিক সম্পদ নিজেই জ্বলে নিঃশেষ হচ্ছে। আজ অবধি সম্ভব হয়নি প্রকৃতিক গ্যাস উত্তোলনের কোন প্রক্রিয়া। সরকার উদ্যোগ নিলে গড়ে তোলা সম্ভব দৃষ্টিনন্দন পর্যটন স্পট, দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা পটিয়া উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার পূর্বে হাইদগাঁও গ্রামের পাহাড় বেষ্টিত এলাকায় প্রায় ৬৫ বছর পূর্বে প্রাকৃতিক সম্পদের (গ্যাসের) সন্ধান পাওয়া যায়।
পরিত্যক্ত গ্যাস কুপের আশেপাশের খালসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে অনবরত দাউ দাউ করে আগুন জ্বলা ও বুদবুদ করে গ্যাস নির্গত হওয়ার কারণে এর নাম দেওয়া হয় “বুদবুদি ছড়া”। প্রায় ৬৫ বছর আগে আবিস্কৃত অবহেলিত এ প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য কোটি কোটি টাকা খরচ করলেও আজও হেলায় পড়ে রয়েছে বিশাল এ প্রাকৃতিক ভূ-সম্পদ। দীর্ঘ ৬৫ বছরেও সরকারীভাবে চট্টগ্রামের পটিয়ার বুদবুদি ছড়ার প্রাকৃতিক তেল ও গ্যাস ক্ষেত্র থেকে সংরক্ষিত খনিজ সম্পদ উত্তোলন করা সম্ভব হয়নি। বুদবুদি ছড়ার নয়নাভিরাম পাহাড়ি এলাকায় রয়েছে পাহাড় থেকে নেমে আসা খাল ও ছোট ছোট লেক।
অন্যদিকে, রয়েছে নানা প্রজাতির পাহাড়ি বৃক্ষ। যা ওই এলাকাকে দৃষ্টিনন্দন স্পটে পরিণত করেছে। আর পর্যকটরাও শীত মওসুমে হুমড়ি খেয়ে পড়েছে ওই এলাকায়। পর্যটন কর্পোরেশন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিলে বুদবুদি ছড়া এলাকাটি চট্টগ্রামের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এতে একদিকে সরকারি রাজস্ব খাতে আয় বৃদ্ধি অন্যদিকে শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও ছুটির দিনে সাধারন মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হবে।
জানা যায়, ১৯৫১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রথম বারের মতে বার্মা অয়েল কোম্পানি (বিওসি) কে বুদবুদি ছড়ার এ খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য নিয়োগ করে। সে সাথে পটিয়া সদর থেকে বুদবুদিছড়া পর্যন্ত একটি সড়ক (যা বর্তমান বিওসি রোড হিসেবে পরিচিত), গ্যাস ফিল্ড এলাকায় হেলিপ্যাড, সুইমিং পুল ও বাসস্থান গড়ে তোলা হয়, যা কালের আবর্তনে ইতিহাস হয়ে আছে। পরবর্তীতে বহির্বিশ্বের কয়েকটি দেশের ষড়যন্ত্রমূলক চক্রান্তের কারণে উল্লেখিত কোম্পানি সাফল্যের শেষ প্রান্তে এসে ১৯৫৩ সালে এ খনির উত্তোলনমুখে সীসা ঢালাই করে। এ ঘটনায় পাকিস্তান সরকার বার্মা অয়েল কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে। যার ফলাফল দেশবাসী আজও জানতে পারেনি। এরপর তৎকালীন সরকার নিজস্ব উদ্যোগে বুদবুদিছড়া এলাকার প্রায় সাড়ে তিনশত একর জমিতে প্রাকৃতিক সম্পদ তেল ও গ্যাস পাওয়ার সম্ভাবনা যাচাইয়ের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি সংস্থাকে দায়িত্ব দেয়। ওই সংস্থা ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা করে তেল ও গ্যাস সম্পদের অস্তিত্ব খুঁজে পায়। ১৯৭৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বুদবুদিছড়ার মাটির গভীরের তরল পদার্থের নমুনা পূণঃ পরীক্ষার জন্য পাশ্ববর্তী ভারতের আসাম রাজ্যে পাঠায়। তারাও দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর বুদবুদিছড়ায় প্রচুর পরিমাণ খনিজ সম্পদ পাওয়ার নিশ্চয়তা দেন।
তথ্যানুসারে জানা যায়, ১৯৯৯ সালের মার্চে বাংলাদেশ সেনাবাহিনী ও বিদেশী তেল গ্যাস উত্তোলনকারী কোম্পানির যৌথ উদ্যোগে অনুসন্ধান কাজ চালিয়ে প্রচুর পরিমাণ গ্যাস ও তেল পাওয়ার সর্বশেষ চূড়ান্ত বিপোর্ট দেয়। তাছাড়া স্বাধীনতাত্তোর বাংলাদেশ মিনারেল ওয়াটার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং বাংলাদেশ গ্যাস এন্ড অয়েল কোম্পানি লিমিটেডের পৃথক বিশেষজ্ঞ দল বাংলাদেশের বিভিন্ন সরকারের আমলে ওই এলাকার খনিজ সম্পদের ওপর অনুসন্ধান চালায়। তারাও সেখানে গ্যাস ও তেল পাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানান। কিন্তু কেউ এখনো পাকিস্তান আমলে ঢালাইকৃত সীসা কুপকে পাশ কাটিয়ে গ্যাস উত্তোলনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বুদবুদি ছড়ার গ্যাস উত্তোলন করা সম্ভব হলে পটিয়ার পাহাড়ি এলাকায় শিল্পজোন গড়ে তোলা যেতো । সর্বশেষ ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে পটিয়া বুদবুদিছড়ার তেল-গ্যাস উত্তোলনের প্রাথমিক জরিপের কাজ পুনরায় শুরু করে সরকারি তেল গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্স। তাদের বিশেষজ্ঞ দল বুদবুদিছড়ার তেল-গ্যাস প্রাপ্তির আশায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া, পদুয়া, রাজারহাট, কর্ণফুলী থেকে পটিয়ার হাইদগাঁও বুদবুদিছড়া পর্যন্ত জরিপ কাজ চালায়।
উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে পটিয়াসহ সারা দেশের বিভিন্ন মিল কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তেমনি কর্মসংস্থান সংকটসহ নানামুখী প্রতিবন্ধকতা বৃদ্ধি পাচ্ছে। দিনের পর দিন পটিয়ার বুদবুদি ছড়ার প্রাকৃতিক সম্পদ নিজেই জ্বলে নিঃশেষ হচ্ছে। জাতি হারাচ্ছে হাজার কোটি টাকার প্রাকৃতিক সম্পদ। সরকারিভাবে এ খনিজ সম্পদ উত্তোলনের উদ্যোগ নিলে গ্যাস সংকট দূরীভূত করার পাশাপাশি গ্যাস চালিত যানবাহনসহ শত শত মিল কারখানা চালু করা সম্ভব হতো।
অন্যদিকে, গ্যাস সংকটের কারণে দেশের শিল্পক্ষেত্রে নতুন করে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছে দেশী বিদেশী বিনিয়োগকারীরা। বুদবুদি ছড়াকে নিয়ে পটিয়াসহ দেশের মানুষের যে স্বপ্ন ছিল তা সংশ্লিষ্টদের অবহেলায় ভেস্তে যাচ্ছে। তাই এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান পটিয়াবাসীর। 

রিটেলেড নিউজ

 রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গুইমারা প্রতিনিধি :: : রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হ...বিস্তারিত


কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

রামু প্রতিনিধি : : বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননী...বিস্তারিত


বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাউজান প্রতিনিধি : : রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হ...বিস্তারিত


মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৩ বসতঘর

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৩ বসতঘর

মীরসরাই প্রতিনিধি : :  মিরসরাই উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৫ অক্টোবর) রা...বিস্তারিত


পেকুয়ায় দন্ত চিকিৎসকের উপর হামলা

পেকুয়ায় দন্ত চিকিৎসকের উপর হামলা

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় কেয়া ডেন্টাল কেয়ারে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত।  বুধব...বিস্তারিত


রহমতপুরে ঘরে ঘরে ডেঙ্গু রোগী

রহমতপুরে ঘরে ঘরে ডেঙ্গু রোগী

সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডের কুমিরায় দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। অবস্থা এমন যে একটি গ্রামের ঘরে ঘরে জ্বর। আর এসব জ্বর ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর