ই-পেপার | রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪
×

র‍্যালীসহ বর্ণাট্য আয়োজনে লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা শুরু

খবর বিজ্ঞপ্তি ঃ

চট্টগ্রাম নগরীতে র‍্যালিসহ বর্ণাট্য আয়োজনে চট্টগ্রামে লায়ন্স ক্লাবের অক্টোবার মাস সেবা শুরু হয়েছে। ১ লা অক্টোবার (রোববার) বিকেলে বর্ণাঢ্য এক র‍্যালি নগরীর জিইসি কনভেনশন হল থেকে শুরু হয়ে জাকির হোসেন রোডস্থ লায়ন্স ক্লাব কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। বেলুন ও কবুতর উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর এমডি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় তিনি ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ স্লোগান বাস্তবায়নের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করতে সকল লায়ন ও লিও সদস্যের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, লায়নিজমের মূলমন্ত্রই হচ্ছে আর্তমানবতার সেবা করা। তাই সবসময়ই সেবার কার্যক্রম অব্যাহত রাখতে হবে, র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. সিরাজুল হক আনসারী,

কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এস এম আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মনির আহমেদ চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর লায়ন আবু মোরশেদ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন গাজী মো. শহিদুল্লাহ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন জেড এম সাইফুল ইসলাম (টুটুল), জয়েন্ট

কেবিনেট ট্রেজারার লায়ন ইউসুফ চৌধুরী, র‍্যালি কমিটির চেয়ারম্যান রিজিয়ন চেয়ারম্যান লায়ন এডভোকেট এম নুরুল ইসলাম, রিজিয়ন চেয়ারম্যান-১ ও অক্টোবর সেবা কমিটির সেক্রেটারি লায়ন এস এম আবু তৈয়ব, জোন চেয়ারম্যান-১ ও অক্টোবর সেবা কমিটির ট্রেজারার লায়ন অঞ্জন শেখর দাস, র‍্যালি কমিটির সেক্রেটারি লায়ন এ কে এম সালাহউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. আমজাদ হোসেন, জয়েন্ট

ট্রেজারার লায়ন সায়মা সুলতানা, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন একে এম নবিউল হক সুমন, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন আলহাজ্ব নুরুল আলম, লায়ন এস কে নন্দী, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন রাজীব সিনহা, লায়ন আশ্রাফ আলী আশু, লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, লায়ন একেএম মুকিত, লায়ন তারেক কামাল, লায়ন হাসান আকবর, লায়ন মোর্শেদুল হক চৌধুরী, লিও জেলা সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, ভাইস প্রেসিডেন্ট লিও ইসমাইল বিন আজিজ আলভী, সেক্রেটারি লিও শওকত হোসেন, ট্রেজারার লিও রাফিত এমডি আহনাফ, অন্যান্য লায়ন নেতৃবৃন্দ ও লিওবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জিইসি কনভেনশন হলে বিভিন্ন ক্লাব সমাজের বিরাজমান বিভিন্ন থিম নিয়ে চমৎকার সব পরিবেশনার আয়োজন করে। র‍্যালি শেষে সিএলএফ চত্ত্বরে লায়ন এ কে এম সালাহ উদ্দিনের সঞ্চালনায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারসহ সেরা ১০ লিও ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।