ই-পেপার | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪
×

লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরের পলাশী দিবস পালন

পলাশি দিবস উপলক্ষে লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২৩ জুন শুক্রবার সকাল দশটায় চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শাহজালালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি আব্দুল্লাহ মজুমদার। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা বোরহান কাজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেলিম উল্লাহ্ । বক্তব্য প্রদান করেন লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়া, একরামুল কায়সার।

প্রধান উপদেষ্টা বোরহান কাজী বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ১৭৫৭ সালের এইদিনে নদিয়া জেলার পলাশীর প্রান্তরে রবার্ট ক্লাইভ, মীরজাফর, রায়দুর্লভ, ইয়ার লতিফ চক্র এই কালো দিবসের জন্ম দেয়। আমাদের এই বাংলাদেশেও বর্তমানে নব্য মিরজাফরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। নব্য মীরজাফরদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধে লাভ বাংলাদেশ পার্টি বদ্ধপরিকর।

আজ সময় এসেছে দেশের সকল দুর্নীতিবাজ, ঘুষখোর, অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। জনসাধারণের দুঃখ দুর্দশার এই দিনে জনসাধারণের পাশে দাঁড়াতে লাভ বাংলাদেশ সব সময় সোচ্চার। তাই আসুন জনসাধারণের কাতারে গিয়ে জনসাধারণকে যুক্ত করে লাভ বাংলাদেশ পার্টিকে একটি শক্তিশালী প্রতিরোধ প্রতিবাদের পার্টি হিসেবে গড়ে তুলুন। হটাও মাফিয়া বাচাও দেশ পরিবার তন্ত্রের দিন শেষ । দিনে একবার হলেও বলুন লাভ বাংলাদেশ।
উপস্থিত ছিলেন ফিরোজ চৌধুরী, মোহাম্মদ তারেকুল ইসলাম, নজিব চৌধুরী, মিনহাজুল ইসলাম, রাকিবুল ইসলাম, আবদুল হামিদ প্রমুখ।