ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

মুর্শিদা আহমেদ -এর গুচ্ছকবিতা

মেঘ

প্রসব বেদনার ঝড় আস্তিন জুড়ে
নাবালিকা জননির মৃত্যুৎসব মুখী
সঙ্গম স্বশরীরি নয়
বলাৎকারের নগ্নচিত্র দর্শন হেতু নষ্ট সুখ
রাজপথই নতুন শিশুর শয্যা
দেখেই তুমি পাও লজ্জা

শকুনের বাড়ি যাব
হাতিও কাম স্বেদ উদগীরণে সময়ের কড়া নাড়ে
অসময়ের বিষ
জীবন আর মৃত্যুর কিম্ভুত গলাগলি
ঘরহীন পথের কাঙাল
ভালবাসা থাক বিশ্বস্ত খোসার পেটে
কে যায় আকাশের পথে অন্ধকারে হেটে হেটে

কালজয়ি সংবাদের রসদ

নিজেকে জানতে পারলেই কেবল
ছুঁয়ে দেয়া যায় বন্ধুর হাত
হিসেবী গণিত
প্রকৌশল বিদ্যার প্রেমি বিত্তান্ত
অনুমোদনহীন অনুষদ
দিগন্ত খোলা সবুজের ছড়াছড়ি
নিষেধাজ্ঞার বিলবোর্ড
রক্তাক্ত হয়ে মা হবার যন্ত্রণা ও ভাললাগার মিশ্র অনুভুতি
জগৎ ধরা হৃৎপিণ্ড
চড়ুই পাখির ঘর
দমবন্ধকরা বিদগ্ধ জনপদ
অনামি নয়


নাম না জানা বৃক্ষ ভালবাসায়
নৈর্ব্যক্তিক হৃদয়িক জ্যামিতি
ভূগোল পাঠের ইতিবৃত্ত
ওপথে পড়বে না অার পায়ের চিহ্ন এই
স্মৃতি বিবর্জিত স্মৃতির অসম্মানিত বেদনা
যে যার মত বাদাম খোসা ছাড়াতে ব্যস্ত
মানুষ ফিরে যায় অপর্যাপ্ত বাতাসে
সাল পাতায় লিখে রাখা একটি মাত্র দিনের নাম
বর্ষা অথবা শিশিরে ধুয়ে যাওয়া সুনিশ্চিত
মানুষই জানে না মানুষের হাতে কিসের আঁকিবুকি
প্রেমহীন কলঙ্কিত শয্যার অনুমোদন
অসম্মানিত ভাললাগা
অতৃপ্ত চুম্বনে আঁকা ছবি
পাপ অথবা পূণ্যের ঘরে নিভৃতচারি কবি।

সমাধান অযোগ্য জটিল সমীকরণ

পঁচানি শেষে তুলে নেয়া পাটের গন্ধ
সোনালী আঁশের স্মৃতি কুলঙ্গিতে পড়ে থাকা
পলাশীতে সূচিত প্রহসন ভগবান গোলায় নাশ
সন্তর্পনে জেগে থাকা দুর্ভাগ্য ঠিক এক পা তুলে দাড়িয়ে থাকা বকের মতোন পুঁটির জন্য
জগৎ নয় মানুষ ওঁৎ পেতে থাকে দেখতে মানুষের জ্যান্ত লাশ
কবর মৃতের ভাগাড় বটে
দুধ আর পানি মিলেমিশে একাকার
আগুন তারে জানিয়ে দেয় যে যার সে শুধু তার
চাঁদের বুড়ির নিরলস চরকা
মনুষ্য প্রেমাচার হেতু স্থলনের কাব্য বেদনার
প্রেমার্চনা প্রেম শেষে ক্ষ্যামটা নাচের বয়ানে
প্রতিজ্ঞা রক্ষার দায় হয়ে থাকা কিছু নয়
দক্ষিণা হীন দানের অসম্মান সবার জন্য নয়
কাবিনের দায় যে বোঝে সে ভালবাসার দায় বোঝে না, তা কি হয়