ই-পেপার | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪
×

‘খয়েরি কৗেটোয় নীল বোতাম’ ও ‘সুখ গেছে বনবাসে;স্বপ্নরা নীল ঘুমে’

প্রায় দুই দশক পূর্বে স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক, দৈনিক আজাদীর আজ মিশালীতে দাপটের সাথে লিখে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করা জয়নুল টিটোকে না চেনার কথা নয় কারো!

পাঠকেরা একসময় অপেক্ষা করতো সোমবারের মিশালী কখন বের হবে, জয়নুল টিটোর মজার ও ঝরঝরে প্রাণবন্ত ফিচার কখন পাঠ করবে। সবার মতে অপেক্ষা করতাম আমিও,,, বলতে গেলে আমিও টিটোর লেখাগুলো গো গ্রাসে গিলতাম। 
এখনও দাগ কেটে যায়, খবর পড়ছি নুরুদ্দিন নুরু, ঈদের ছুটি সংবাদ শুরু,,, মাঝপথে সরকারি এ কর্মকর্তা ব্যস্ততা হেতু পাঠকের কাছ থেকে দূরে সরে থাকলেও আবারও ফিরে এসেছেন বিউটিবোনে লাল পিঁপড়া-র মধ্য দিয়ে।

সময়ের দাপুটে গল্পকার, মিশালীয়ান ও প্রিয়জনেষু জয়নুল টিটোর নতুন দু’টি গ্রন্থ আসছে এবারও বইমেলায়।
…………….

বই দু'টো হচ্ছে - 'সুখ গেছে বনবাসে স্বপ্ন'রা নীল ঘুমে' ও 'খয়েরি কৌটোয় নীল বোতাম'। সুখ গেছে বনবাসে স্বপ্ন'রা নীল ঘুমে বইটি হুমায়রা খানম-কে সাথে নিয়ে যৌথভাবে লেখা।
………………..

প্রিয়জন ও মজাদার লেখক Joynul Titu কে সাহিত্যের এক নক্ষত্র বললে ভুল হবে না।

বিফলে মূল্য ফেরতঃ সংগ্রহ করতে পারেন বই জোড়া, পাঠশেষে তৃপ্তি না পেলে টাকা ফেরত পাবেন নিশ্চিত।
………………….
আর হ্যা,
আমার এ প্রিয় লেখকের সাড়া জাগানো প্রথম গল্পের বই- ‘বিউটিবোনে লাল পিঁপড়া’ও সংগ্রহ করতে পারেন চাইলে। এটিও গত বইমেলার বেস্ট সেলার বইয়ের একটি।