ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

আমি নারী হবো

দোলনা বড়ুয়া তৃষা’র কবিতা

পরের জন্মে আবার আমি নারী হবো
পাট ভাঙ্গা শাড়ী পরে, দুল লাগিয়ে
পেট দেখিয়ে-পিঠ দেখিয়ে-ঘাড় বেকিয়ে
আবার আমি নারী হবো।
আবার আমি নারী হবো
তবে হবো আমি রাক্ষসী
পুরুষ ভ্রুণ গিলে খাবো
তবে আবার আমি নারী হবো।
আবার আমি নারী হবো
নর মুণ্ড গলায় পড়ে
আমি রণচণ্ডী হবো
তবে আবার আমি নারী হবো।
আবার আমি নারী হবো
লক্ষ্মী ঠাকুর দিবো তুলে
অনেক হলো লক্ষ্মী সাজা
এইবার আমি কালী হবো,
তবে আমি আবার নারী হবো।
আমি আবার নারী হবো
কাটবো আমি কালো চুল
কাটবো নরম পিণ্ড তুলতুলে
ক্ষত থাকবে সারা শরীর
যাতে ঘৃণা লাগে নারীর শরীর
তবে পরের জম্মে আমি আবার নারী হবো।


লেখক: গল্পকার