ই-পেপার | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪
×

স্মৃতির এপিঠ ওপিঠ


এক-জীবনে আনন্দেরি কত্তো স্মৃতি জমে
হয় নাতো আর হিসেব রাখা প্রতি দমে দমে।
হয় না ভাবা কখনো বা বড়ো
নাইবা করি একসাথে আর জড়ো
যায় হারিয়ে হেলাফেলায় মনের গহীন-বনে
পাই না খুঁজে নাড়া দিতে একাকীত্বের শনে ।

বিন্দু বিন্দু বেদনারি স্মৃতিগুলো জমে
জমাট মেঘে কখনো তা বৃষ্টি হয়ে কমে
বিরূপ সাজে সুরের মাঝে যখন
যায় ছিঁড়ে তার তানপুরাটার তখন
মন্দ লাগায় গান বেসুরে নিত্য হৃদয় ক্ষত
বিচ্ছেদের সুর করুণভাবে বেজেই তবে রত ।

কবি ও লেখক