
তোমার গাঁয়ে উর্দু ভাষা
আমার গাঁয়ে বাংলা ভাষা,
আমরা হলাম সংখ্যাভারী
বাংলা হবে রাষ্ট্রভাষা ৷
সালাম বরকত রফিক জব্বার
দাবি করল মায়ের ভাষা,
কেন ওদের জীবন নিলি ?
নেইতো জবাব নেইতো ভাষা ৷
ওদের কারো হয়নি মরণ
বিশ্ব ওদের করছে স্মরণ,
ওদের কারণ দিবস পালন
আন্তর্জাতিক মাতৃভাষা ৷
ওদের তাজা রক্ত দিয়ে
বাংলা হলো রাষ্ট্রভাষা ,
বাংলা ভাষায় কথা বলে
মেটে আমার মনের আশা ৷