ই-পেপার | রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪
×

রাক্ষুসী করতোয়া

সংহিতা রায় 

নিরানন্দ মনে ধরেছি কলম

কান্নায় ভিজে যায় চোখ

কেমনে থাকি শান্ত আমি

নিমিষে গ্রাস করেছ কত মুখ! 

অনেক ফুলের হাসি ম্লান

কা়ঁদে পশু কাঁদে পাখি- কাঁদে

                বনের লতা-পাতা

স্থির থাকতে পারি না আমি

দেখে শত মায়ের বুকের ব্যথা।

কী দাম দিয়ে নিলে কেড়ে

সাতাশিটি তাজাপ্রাণ 

সত্যি বলো আমায় ও রাক্ষুসী করতোয়া।