ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

শেখ কামালের জন্মদিন উপলক্ষে চুয়েট স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে চুয়েট স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলো বাংলাদেশ ছাত্রলীগ, চুয়েট শাখার সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাগরময় আচার্য, সাবেক সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক মো. রাকিব উদ্দিন, সাবেক আইন বিষয়ক উপ-সম্পাদক আতিকুর জয়, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রিফাত হাসান রনি, সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক উপ-সম্পাদক এস এম আতাউল্লাহ জয়,  সদস্য আসিফ এবং অভিজিৎ দত্ত।

বাংলাদেশের সৃষ্টিলগ্নের পূর্ব থেকে শেখ কামালের ক্রীড়া ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর আমৃত্যু সংগ্রামকে স্মরণ করতেই উক্ত আয়োজন বলে জানান উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তারুণ্য নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকেই শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে জানান চুয়েট ছাত্রলীগের নেতা সাগরময় আচার্য। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল আদর্শিক মূর্ত প্রতীকে আবির্ভূত হয়েছেন। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শেখ কামালের বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করা হয়।