ই-পেপার | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪
×

রোটারেক্ট ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

গত ২৭ জানুয়ারী রোটারেক্ট ক্লাব অব চিটাগং সিটি’র ইন্টান্যাশনাল সিগনেচার প্রজেক্ট “টয় ডোনেশন” প্রতি বছরের ন্যায় এ বছর ও সফলতার সাথে অনুষ্ঠিত হয়। নগরীর স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয় স্বপ্নের পাঠশালার শিশু শিক্ষার্থীদের মাঝে খেলনা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে। প্রজেক্টটির চেয়ারম্যান ছিলেন ক্লাবের সদ্য অতীত সভাপতি রোটাঃ তানজিলা, বিশেষ

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব ফেনী সিটি’র অতীত সভাপতি রোটাঃ ওমর শাহাদাত তানভির, ক্লাবের অতীত সভাপতি রোটাঃ জুনাইদ দিহানের নির্দেশনায়, ক্লাব সভাপতি রোটাঃ তানরুবা ইয়াসমিনের পরিচালনায় প্রজেক্টটি সম্পন্ন হয়। প্রজেক্টটিতে আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটাঃ হুমায়রা চৌধুরী, সম্পাদক রোটাঃ তৌকির মোস্তফা, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটাঃ ইফতেখার রাফি, সাজেন্ট এট আর্মস রোটাঃ নাজিফা আক্তার ও ফারিহা ফারুকি সহ অনান্য সদস্যগণ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের শিক্ষকগণ। বিশ্বের ১০০টি দেশ ও ১২০টির ও অধিক রোটারেক্ট ক্লাব মিলে এই উদ্যোগ গ্রহণ করে, যার মধ্যে অন্যতম রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ থেকে রোটারেক্ট ক্লাব অব চিটাগং সিটি।