ই-পেপার | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪
×

নগরীর সিআরবিতে ‘বিশ্ব পর্যটন দিবস’র নানান আয়োজনে পালিত

অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। নদী আর সাগরের গভীর মিতালি, আদিগন্ত বিস্তৃত হাওর-বাঁওড়, পাহাড়ের পাদদেশে বিছিয়ে থাকা বন-বনানীর বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। গভীর অরণ্যের মনোরম শোভা, শাপলা-শালুকের বিল, ঝাউবন-কাশবন, নদীবক্ষে জেগে উঠা নতুন বালুচর অথবা ষড়ঋতুর বৈচিত্র্য নিয়ে আমাদের এ দেশ যেন সকল দেশের রানি। বাংলাদেশের এমন পরিচিত, স্বল্প পরিচিত নয়নাভিরাম স্থান অনুসন্ধান ও প্রদর্শন করার লক্ষ্যে বৃহত্তর চট্টগ্রাম’র মুক্তবুদ্ধি চর্চার সামাজিক সংগঠন ‘প্রজন্ম চট্টগ্রাম’র পরিচালনায় “প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম’র আয়োজনে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সহযোগিতায় এবারে আজ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যে “জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা” ঘোষিত বিশ্বব্যাপী উদযাপনে, “পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়ে “বিশ্ব পর্যটন দিবস” আয়োজনে ঐদিন বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত ‘সিআরবি’ মুক্তমঞ্চে ‘কবিতা আবৃত্তি, উন্মুক্ত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য শোভাযাত্রা’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম’র উপদেষ্টা, দেশবরেণ্য পরিবেশ ও প্রকৃতিবিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করেন চট্টগ্রাম আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন মোঃ দিদারুল আলম চৌধুরী।

এতে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট সাবেক পরিচালক ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ভাস্কর প্রণব মিত্র চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব সাংবাদিক মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ পর্যটন করপোরেশন-চট্টগ্রামের হোটেল সৈকতের ম্যানেজার মোঃ সরওয়ার উদ্দিন, চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতি সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মো. হাবিবুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রজন্ম চট্টগ্রাম কেন্দ্রীয় সংসদের প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হক। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে সার্বিক দায়িত্বে ছিলেন ফটোগ্রাফি রতন বড়–য়া, মুহাম্মদ মফিজুর রহমান, মোঃ তারেক হোসেন, মুহাম্মদ হুসনুল মোবারক, জোবায়ের আহমদ শাওন, মোঃ রায়হান ইসমাইল, ইফতেখার হোসেন রাফি ও মুহাম্মদ ফাহিম চৌধুরী।