ই-পেপার | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪
×

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’-‘অধিকার’ এর মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ ও ‘অধিকার’ এর যৌথ সমন্বয়ে ‘নারীর অধিকার প্রতিষ্ঠা কর’ স্লোগান নিয়ে ৮ মার্চ (বুধবার) বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সর্বক্ষেত্রে নারী নির্যাতন বন্ধ করতে হবে, শিক্ষাঙ্গনে নারী সন্ত্রাসীদের হাতে সাধারণ নারীদের রক্ষা করার জন্য সংশ্লিষ্ট বিভাগ এবং জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, নারী হচ্ছে সম্মানের মর্যাদার জায়গা, যৌতুক,বাল্যবিবাহ বন্ধ, খুন-গুমের শিকার পরিবারের নারীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করাসহ দাবিগুলো তুলে ধরেন তারা।

‘মানবজাতি সৃষ্টির পিছনে নারীর অবদান চিরস্থায়ী- চিরন্তন, এই সম্মানকে সামনে রেখেই নারী দিবসে বক্তারা নারী নির্যাতন বন্ধ করার আহ্বান জানান, এই মানববন্ধনে বিশিষ্ট আইনজীবী, সংগঠক ও নজরুল গবেষক মোস্তফা নূর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নন্দিত সংগঠক, ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ এর মহাসচিব ‘দৈনিক আমাদের চট্টগ্রামে’র সাহিত্য সম্পাদক আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক ওসমান জাহাঙ্গীর এর পরিচালনায় সংগঠনের বিবৃতি পাঠ করেন নারী মানবাধিকার কর্মী সায়মা হক, আরো বক্তব্য রাখেন কে এম আবুল কাশেম (বাহাদুর), সাংবাদিক কামাল পারভেজ, রিপা আক্তার, মোছাম্মদ রিনা আকতার, শিউলি আকতার, সজল দাশ, হারাধন নাহা (বাসু), হাজেরাতুন নেছা ,হানিফুল ইসলাম, সাংবাদিক পারভীন আক্তার চৌধুরী, অভিলাষ মাহমুদ, শহিদুজামান,জানে আলম ,সমুন বড়ুয়া,প্রিয়াঙ্কা প্রমুখ ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট