ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

১৪ ব্যক্তিকে চসিকের ২ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর এ. কে খান মোড়ে হোটেলের ব্যবহৃত ময়লা পানি রাস্তায় ফেলায়, বিনা অনুমতিতে রাস্তা কর্তন করা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে আয়োজন রেস্তোরাকে ১ লক্ষ, আম্মাজান হোটেলকে ২০ হাজার, জাহান ইঞ্জিনিয়ারিংকে ৩০ হাজার এবং লাভলেইন এলাকায় নালা ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সানমারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর কে.সি.দে রোডের উভয়পার্শে¦র রাস্তা ও ফুটপাত দখল করে টায়ারসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করায় দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ৩ ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।