ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

প্রান্তিক জনগোষ্ঠীর নিকট সরকারি আইনি সেবা পৌঁছে দিতে হবে-জজ ড. আজিজ আহম্মদ ভূঞা

“বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তরিক প্রচেষ্টায় অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে রষ্ট্রীয় সকল সংস্থাকে সমন্বিত ভাবে কাজ করতে হবে”। তিনি আরো বলেন, প্রচার-ই প্রসার। প্রান্তিক জনগোষ্ঠীর নিকট সরকারি আইনি সেবা পোঁছে দিতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর নিকট সরকারি আইনি সেবা পৌঁছে দেওয়ার জন প্রচার এর বিকল্প নেই। তৎপ্রেক্ষিতে জেলা লিগ্যাল এইড কমিটি উদ্যোগ নিয়েছে

সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করলে তৃনমূলের অসহায় দরিদ্র বিচারপ্রার্থী জনগনের নিকট সরকারি আইনি সেবার একসেস সহজিকরন করেন। ২৬ সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪.০০ ঘটিকায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ২০২৩খ্রিঃ ৯ম মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আজিজ আহমদ ভূঞা। জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনাব মুরাদ-এ মাওলা সোহেল, বিজ্ঞ বিচারক(সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, চট্টগ্রাম, নবনিযুক্ত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাজী সহিদুল ইসলাম, বিজ্ঞ চীফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রবিউল আলম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আল-নাসীফ,

বিজ্ঞ ভারপ্রাপ্ত নেজারত ইনচার্জ জনাব ব্যারিস্টার শাহনেওয়াজ মনির, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জনাব সুদীপ্ত সরকার (পিপিএম), সিনিয়র জেল সুপার জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিজ্ঞ জেলা পিপি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বিজ্ঞ মহানগর পিপি এড. আব্দুর রশিদ, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ মোঃ নুরুল হায়দার, কাউন্সিলর নাজমুল হক ডিউক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহ-পরিচালক জনাব দিলুরুবা বেগম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কামরুল পাশা ভ’ঞা, ব্লাস্ট এর সমন্বয়কারী এড. রেজাউল করিম চৌধুরী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, এছাড়া জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমূখ। সভায় নবনিযুক্ত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব হাজী শহিদুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।