ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় ৬ জন করে প্রধান করে মামলা

চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মামলা করেছে বিএনপি। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন বিএনপির কার্যালয়ের তত্ত্বাবধায়ক কাজী মাহমুদ হোসেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে।

মামলার অভিযোগে বলা হয়, গত বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচি শেষ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিমের নেতৃত্বে বিএনপির কার্যালয়ে হামলা হয়। কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কার্যালয়ে থাকা এক লাখ টাকা দামের একটি ল্যাপটপ লুট হয়েছে। হামলাকারীরা কার্যালয়ের বাইরে ককটেলের বিস্ফোরণ ঘটান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী হাসান আলী চৌধুরী। তিনি জানান, ঘটনার পর থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। তাই তারা আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।