ই-পেপার | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪
×

হাটহাজারীতে ফসলি জমি কর্তনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে হাটহাজারীতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রে। ২৪ জানুয়ারি বেলা ১২ টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম বলেন, অভিযোগ পেয়ে অভিযানে যায়; অভিযোগের সত্যতা পাওয়ায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ প্রয়োগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযোক্ত ব্যক্তি হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রমের কাজী আবদুল হালিমের পুত্র বলে জানা গেছে। অভিযানে সহযোগিতা করেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন, ‘কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ জানান উপজেলার এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।