ই-পেপার | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪
×

রামুতে বজ্রপাতে অসহায় দিনমজুরের ৩ টি গরু ১টি ছাগলের মৃত্যু

কক্সবাজারের রামুর কাউয়ারখোপে বজ্রপাতে গরু, ছাগল ও মুরগী মারা গেছে। বুধবার(১৯অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কাউয়ারখোপের পশ্চিম মনিরঝিল দরগাহ পাড়া এলাকার নূর আহমদ নামে এক দিন মজুরের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

নুর আহমদ জানান, হঠাৎ আচমকা বজ্রপাতে তার তিনটা গাভি, ২০ দিন বয়সের ১টি ছাগল ছানা ও ১ টি মুরগি একইসাথে মারা যায়। গাভি তিনটির পেটে বাঁচুর থাকার কথাও জানান এই দিনমজুর।

তিনি আরও বলেন, মারা যাওয়া গরু,ছাগল ও মুরগীর দাম আনুমানিক মূল্য ২ লাখ টাকার বেশি।তিন মেয়ে এক ছেলেকে নিয়ে অভাবের সংসারের একমাত্র সম্ভল হারিয়ে বর্তমানে পথে বসার উপক্রম হয়েছে অসহায় দিনমজুর নুর আহমদের।

স্থানীয় ইউপি সদস্য স্বপন বড়ুয়া বলেন, বজ্রপাতে দিন দিন যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে, সেহেতু বজ্রপাত প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট