ই-পেপার | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪
×

মীরসরাইয়ে সেগুন কাঠ-সহ গাড়ি আটক

মীরসরাইয়ের ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল সেগুন চিড়াইকাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান আটক

১৬ জানুয়ারি (সোমবার) দিবাগত রাত ৩টায় এই অভিযান পরিচালনা করেন ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান ও সহযোগী স্টেশন কর্মকর্তা মো: মনিরুজ্জামান সুমনের নেতৃত্বে স্টাফসহ একটি দল।

এবিষয়ে ধুমঘাট বন শুল্ক ও পরিক্ষণ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট নামক এলাকায় অবৈধভাবে পরিবহন কালে সেগুন চিড়াইকাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ড: ১৪-৬৭৩৩) কে সংকেত দিয়ে থামানো হয় এবং তাৎক্ষনিক তল্লাশী করে কোন বৈধ ট্রানজিড পাশ না পাওয়ায় অবৈধ বনজদ্রব্য বোঝাই গাড়িটি জব্দ করা হয়।

এসময় গাড়ীর চালক ও হেলপার দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বনজদ্রব্য বোঝাইকৃত গাড়ীটি ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়িতে আনা হয়। আটককৃত বনজদ্রব্য পরিমাপ করে আনুমানিক ২১৩ টু:=১১৭.১৯ ঘনফুট সেগুন চিড়াইকাঠ পাওয়া যায়। এবিষয়ে চট্টগ্রাম বন আদালতে একটি মামলা প্রক্রিয়াধীনে রয়েছে।