ই-পেপার | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪
×

হাটহাজারীতে পেট্রোল পাম্পকে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

পরিমাপে কারচুপির অপরাধে এক পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত । আজ ১১ জানুয়ারি (বুধবার) বেলা ২ টায় হাটহাজারী উপজেলার আলাওল দিঘি এলাকায় অবস্থিত ‘আলাউল ফিলিং স্টেশনে’ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান গণমাধ্যমকে বলেন, জ্বালানী তেল পরিমাপে কম দিচ্ছে এমন অভিযোগ পেয়ে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার (ফিল্ড) জারিন তাসনিম,পরিদর্শক জিল্লুর রহমান, সজীব চৌধুরী ও নুরে আলমকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

তাদের তদারকিতে দেখা গেল ১ টি অকটেন ও ৩ টি ডিজেল ডিসপেন্সি ইউনিটে প্রতি ১০ লিটারে গড়ে ১৫০ মিলি লিটার কম প্রদান করা হচ্ছে। অভিযোগ প্রমানিত হওয়ায় ওজন ও পরিমাপ আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসময় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন। এ ধরণের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কে জানিয়েন হাটহাজারী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান।