ই-পেপার | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪
×

রাউজান পৌর কাউন্সিলর আজাদ হোসের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট,নালা নর্দামা ও এলাকার কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসুচী পালন করা হয়েছে।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাউজান পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেনের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়েছে ।

রাউজান আর আর এ সি মডেল সরকারি হাই স্কুলের সামনে থেকে শুরু করে এলাকার বিভিন্নস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন কাউন্সিলর আজাদ হোসেন।এসময়ে উপস্থিত ছিলেন রাউজান পৌর ছাত্রলীগ নেতা আসীর আওসাফ রাফি,৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুর রহমান সৌরভসহ অনেক।জানা যায়,পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে দেয়া হয়েছে ১৫জন শ্রমিক।রাউজান পৌর কাউন্সিলর আজাদ হোসেন বলেন,রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আধুনিক মডেলে পৌরসভা গড়তে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ দিন-রাত কাজ করে যাচ্ছে।রাউজান পৌরসভাকে পরিবেশ-দূষণমুক্ত রাখতেই সপ্তাহ দু’দিন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ পথচারী নারী-পুরুষ থেকে কুড়িয়ে আনা প্রতি বস্তা অপচনশীল ময়লা আবর্জনা ২শত টাকা দামে কিনে নেন। এই পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতার চেহারা দেখেই বোঝা যায়,সেই পৌরবাসীর সম্পর্কে।পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের একার পক্ষে করা সম্ভব নয়।সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক পৌরসভা গড়া সম্ভব।

সেক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এ অমিয় বাণীটি মহানবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সা:) এর।তাই পৌর নাগরিকদের ঈমানি দায়িত্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে এগিয়ে আসা।