ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

মেয়াদোত্তীর্ণ ওষুধ, বগুড়ার দই ভুয়া ঠিকানার

নগরের মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় বাজার তদার‌কি অ‌ভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য রাখায় এসএস ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধ ভাবে বগুড়ার দই তৈরি ও সংরক্ষণের দায়ে বায়েজিদ থানার অধীন সামাদপুর এলাকার জহির আলীর দইয়ের দোকানকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের নি‌র্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে অবৈধভাবে ভেজাল জুস তৈরির অপরাধে একই এলাকায় অবস্থিত এভারফ্রেস অ্যাগ্রো সিলগালা করা হয়েছে।

অ‌ভিযা‌নে সিএমপি ও বায়েজিদ থানার ২টি টিম সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক নাসরিন আক্তার।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট