ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

বেলজিয়ামকেও হারিয়ে দিল মরক্কো

আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব, জার্মানি হার মানে জাপানের কাছে। এবার ফিফা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা শক্তিশালী বেলজিয়ামকেও পরাজয় মানতে হলো মরক্কোর মতো দলের কাছে।
কাতার বিশ্বকাপ যেন একের পর এক বিস্ময়ের পসরা সাজিয়ে বসেছে। এবার চমক দেখালো আফ্রিকান দেশ মরক্কো। ফিফা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে গোলশূন্য রুখে দিয়ে মরক্কো আভাস দিয়েছিল তারা কাতার বিশ্বকাপে অনেকদূর যাবে। দ্বিতীয় ম্যাচে ইউরোপের শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে সেটাই প্রমাণ করেছে আফ্রিকার অদম্য দেশটি।

এর আগে, সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা, জাপান হারিয়ে দেয় জার্মানিকে। আবার সেই জাপানকে ১-০ গোলে হারিয়ে দেয় স্পেনের কাছে ৭ গোল হজম করা কোস্টারিকা।

তবে ব্রাজিল হাঁটেনি তাদের পথে। ব্রাজিলকে সে পথের পথিক হতে দেননি রিচার্লিসন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে তার অসাধারণ নৈপুণ্যে ২-০ গোলের জয়ে শুভসূচনা করে ব্রাজিল। ম্যাচে বাড়তি পাওয়া ছিল রিচার্লিসনের দুর্দান্ত বাইসাইকেল গোল। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে আটকে দেওয়ার জন্য সার্বিয়ার রক্ষণ হয়েছিল চীনের মহাপ্রাচীর। বারবার আটকে যাচ্ছিলেন নেইমার-রিচার্লিসনরা। প্রথমার্ধের বিরতির আগ পর্যন্ত ব্রাজিলের কোনো আক্রমণই পায়নি পূর্ণতা।

অবশেষে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন রিচার্লিসন। এর ১২ মিনিট পর ৭২তম মিনিটে আবারও ব্রাজিলিয়ান ম্যাজিক। আবারও রিচার্লিসন। সার্বিয়ান ডি-বক্সে ভিনিসিয়াসের বাড়ানো বল দুর্দান্ত স্কিলে রিসিভ করে বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোলটি বহুদিন মনে থাকবে ফুটবলপ্রেমীদের।