ই-পেপার | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪
×

‘যদি স্পেন জিততে না পারে, তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক-স্পেন কোচ লুইস এনরিক

ক্যারিয়ারে সব ট্রফিই জিতেছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। তবে জেতা হয়নি বিশ্বকাপের শিরোপা। এবারই শেষ বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি। তাই তো মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে আগ্রহী দেশ-বিদেশের হাজারো সমর্থক। শুধু আর্জেন্টাইনরাই নন, বিশ্বকাপে খেলা স্পেন কোচ লুইস এনরিকও চান, বিশ্বকাপ জিতুক মেসির আর্জেন্টিনা।লাইভস্ট্রিমিং সাইট টুইচে নিজের চ্যানেলে লুইস এনরিক বলেছেন, ‘যদি স্পেন জিততে না পারে, তাহলে আর্জেন্টি’যদি স্পেন জিততে না পারে, তাহলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক-স্পেন কোচ লুইস এনরিক না বিশ্বকাপ জিতুক। বিশ্বকাপ ছাড়া অবসরে যাওয়া মেসির ক্ষেত্রে অন্যায় হবে।’

বার্সেলোনার কোচ থাকা অবস্থায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের গুরু ছিলেন লুইস এনরিকে। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তার অধীনেই দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতে বার্সা। সাবেক শিষ্যদের ডাগ আউট ছাড়লেও ভুলে যাননি এনরিকে।

কাতার বিশ্বকাপের শিরোপার দৌড়ে লুইস এনরিক এগিয়ে রাখছেন ব্রাজিল ও আর্জেন্টিনা। সব মিলিয়ে ছয়টি দলের নাম উল্লেখ করেছেন তিনি, ‘সবার মনের মধ্যে ফেভারিট হিসেবে যাদের নাম আছে, তারা হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। ফ্রান্স ও জার্মানিও অবশ্যই রয়েছে। এছাড়া, স্পেন ও নেদারল্যান্ডস চমক হয়ে আসতে পারে।’