ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের উদ‍্যোগে স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
২৬ মার্চ- ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন , পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।

দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের উদ‍্যোগে ২৬ শে মার্চের মহান স্বাধীনতা দিবসে বীর সেনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিআরবি চত্ত্বরে অবস্থিত
সকাল ৯টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ ।