ই-পেপার | বৃহস্পতিবার , ২ মে, ২০২৪
×

মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখছে এটিএন বাংলা: চসিক মেয়র

২৭বছরে পদার্পণ করলো দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এ উপলক্ষে (১৫ জুলাই) এটিএন বাংলা চট্টগ্রাম অফিসে নানা অনুষ্ঠানের আয়োজনে করা হয়। শনিবার সকালে বর্ষপূর্তির শুভক্ষণে বিভিন্ন স্তরের মানুষ হাজির হন প্রেসক্লাব ভবনে এটিএন বাংলা কার্যালয়ে। অতিথিবৃন্দকে নিয়ে প্রধান অতিথি হিসাবে বর্ষপূর্তির কেক কাটেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

এর আগে অতিথিদের স্বাগত জানান এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলহাজ্ব আলী আব্বাস।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র দ্বিতীয় বৃহত্তমনগরী হিসাবে চট্টগ্রামের যৌক্তিক সমস্যাগুলো এটিএন বাংলা তুলে ধরবে বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, এটিএন বাংলা মানুষের কথা বলবে। চট্টগ্রামের কথা বলবে, চট্টগ্রামের সমস্যাগুলো তুলে ধরবে। মেয়র রেজাউল বলেন, এটিএন বাংলার প্রতিষ্ঠাতা ড. মাহফুজুর রহমান একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃস্টিতে এটিএন বাংলা বলিষ্ঠ ভূমিকা রাখছে। আর মুক্তিযুদ্ধের সরকারের ইতিবাচক ও জনকল্যাণধর্মী কর্মকান্ড তুলে ধরছে প্রতিষ্ঠানটি। এটিএন বাংলা যুগ যুগ ধরে ঠিকে থাকুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে রেলপথ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃঞ্চপদ রায়, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বেলাল, এটিএন বাংলার ডেপুটি ইনচার্জ ও চট্টগ্রাম পেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মঞ্জু, টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ও বাংলা ভিশনের ব্যুরো প্রধান নাসির উদ্দিন, টিভি জানালিস্টস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মাসুদুল হক, নারী নেত্রী শায়লা আবেদীন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জাহিদুল করিম বাপ্পি্সহ চট্টগ্রামের বিশিস্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এটিএন বাংলাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এর আগে এটিএন বাংলা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ জয়নাল আবেদীন ।