ই-পেপার | রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪
×

বনফুলে মেয়াদ ও মূল্য ছাড়া পণ্য বিক্রি

বনফুলের কেকের গায়ে মেয়াদ, মিষ্টির ট্রেতে মূল্য কোনটাই লেখা ছিলনা। পণ্য নিয়ে এমন ‘লুকোচুরির’ জন্য চট্টগ্রাম নগরের নিউ মার্কেটের বনফুলের এক শাখাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অপরাধে জরিমানা করা হয়েছে নিউমার্কেটের মিষ্টি মেলাকেও। রবিবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ অভিযান পরিচালনা করেন। বনফুলে পচা মিষ্টি বিক্রি করে কারাগারে শাখা স্বত্বাধিকারী জানা গেছে, ফ্যাক্টরি থেকে মেয়াদের লেভেল ছাড়াই এসব পণ্য সরবরাহ করা হয়েছে বিক্রির জন্য।

এর আগে পঁচা মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ রসমালাই রাখার দায়ে বান্দরবানে বনফুলের এক স্বত্ত্বাধিকারীকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ সিভয়েসকে বলেন, পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকায় নিউমার্কেট এলাকার মিষ্টি মেলাকে ১০ হাজার ও পণ্যের গায়ে মূল্য না থাকায় বনফুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভাউচার সংরক্ষণ না করায় ফিরিঙ্গি বাজার এলাকায় চার ডাব বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।