ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

দীঘিনালায় ২শ কৃষক পেলো ৫ হাজার চারাগাছ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে দীঘিনালা উপজেলায় দুইশত জন স্থানীয় ফল চাষী ও উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

২৪ জুলাই (সোমবার) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষী ও উদ্যোক্তাদের হাতে চারা তুলে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা।

উপস্থিত কৃষকদেরকে সমৃদ্ধ চাষাবাদের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা। জেলা পরিষদ ও কৃষি অধিদপ্তর কতৃক বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা পেয়ে উল্লাস করতে দেখাযায় চাষীদের।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।