ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

নিহত দুজন নারী, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে আহত ১০

বান্দরবান প্রতিনিধি ::
বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দি‌কে রুমা-কেউক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি চিং‌ড়ি ঝি‌রি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ৪৫ জনের একটি পর্যটক দল বান্দরবান জিপ-মাইক্রোবাস স্টেশন থেকে পাঁচটি পর্যটকবাহী গাড়ি নিয়ে কেউক্রাডং ভ্রমণে যায়। আজ ফেরার পথে রুমা-কেউক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকার চিং‌ড়ি ঝি‌রি নামক স্থানে গেলে একটি ভি-৭০ চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও ১০ জন আহত হন। দুর্ঘটনা কবলিত পর্যটকদের সবার বাড়ি মাগুরা বলে জানা গেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক বলেন, ‘দুর্ঘটনাকবলিত এলাকা থেকে পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। নিহত বা আহত‌দের পরিচয় এখনও জানা যায়নি।’