ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

লেদার প্রোডাক্ট প্রোডাকশন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশন এর সহযোগিতায় ২০ জুলাই ২০২৩ তারিখ লেদার প্রোডাক্টস প্রোডাকশন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউসিসিআই এর সদস্য সিতারা রহমান। সম্মানিত অতিথির বক্তব্যে সিডব্লিউসিসিআই পরিচালক বেবি হাসান বলেন- “প্রশিক্ষণ অতি গুরুত্বপূর্ন একটি বিষয় এবং শিখার কোন শেষ নেই। নিজেকে দক্ষ করে তুলতে হলে অনেক বেশি প্রশিক্ষণ গ্রহন করতে হবে।”

সিডব্লিউসিসিআই এর পরিচালক নুজহাত নুয়েরী কৃষ্টি ভবিষ্যতে এধরনের আরো প্রশিক্ষন আয়োজনের উদ্যোগ গ্রহনের কথা উল্লেখ করে বলেন- প্রশিক্ষনারথীরা যাতে ভবিষ্যতে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন, সেজন্য সিডব্লিউসিসিআই এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর পরিচালক নূর আকতার জাহান, প্রাক্তন পরিচালক ফেরদোসী ইয়াছমিন খানম এবং প্রশিক্ষক মোঃ গনি মিয়া। ৩৩ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ প্রদানের মাধ্যমে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষনটি শেষ হয়।