ই-পেপার | শনিবার , ৪ মে, ২০২৪
×

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের  মশা নিধন ও  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

“পরিষ্কার পরিচ্ছন্ন ও  সচেতনতা জীবন বাঁচাতে সহায়ক” এ স্লোগান নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্টেন্সি  চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গতকাল সোমবার সকালে নগরীর কোটহিলস্থ চীফ জুডিসিয়াল আদালত ভবন ও সম্মুখে  মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়।

  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী’র নেতৃত্বে  এসময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  গোলাম সারোয়ার , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার, বেগম জিহান সানজিদা, ফারজানা ইয়াছমিন,মাহমুদুল হক , আওলাদ হোসেন মোহাঃ জুনায়েদ,শাহরিয়া ইকবাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  , ফারদিন মুস্তাকিম তাসিন, নুরুল হারুন, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু

তাহের,চসিক পরিচ্ছন্ন কর্মকর্তা, বেঞ্চ সহকারী মোঃ জয়নুল আবেদীন, মোঃ নাজিম উদ্দীন, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, অফিস সহকারী মোঃ সাজ্জাদুর রহমান, প্রসেস সার্ভার এম এ হাসান, রানা সিংহ, ওয়াছকরুনী মেহেদী, আনোয়ার হোসেন, মোঃ ইয়াছিন, ছোটন বড়ুয়া প্রমূখ।